পঞ্জিকার পাতা অনুযায়ী শীতকাল ফুরোতে এখনো বেশ কদিন বাকি। তবে শুধু সোয়েটার বা জ্যাকেট পরেই দিনগুলো পার করবেন, তা নয়। এই সময়ে ফুলহাতা টপ যেমন আরাম দেবে তেমনি দেখাবে স্টাইলিশ।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে প্রায়ই ফুলহাতা টপ পরতে দেখা যায়। কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, এখন গায়ে ভারী কোনো সোয়েটার চাপালে অস্বস্তিবোধ হয় তাই ফুলহাতা টপের সঙ্গে এখন হাতাকাটা জ্যাকেটেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। টপের সঙ্গে স্কিনি বা আঁটসাঁট জিনসই তাঁর বেশি পছন্দের। লেগিংসের সঙ্গে পরেন একটু লম্বা ঝুলের টপ। রঙের সঙ্গে মানিয়ে কখনো গাঢ় কখনো বা ফেডেড জিনস পরা হয়। নানা ধরনের স্কার্ফ সংগ্রহ করেন তিনি। ফুলহাতা টপের সঙ্গে কখনো পরেন স্কার্ফ।
ফ্যাশন হাউস ওটুর প্রধান নির্বাহী জাফর ইকবাল জানালেন, তাঁদের সংগ্রহে আছে জর্জেট, শিফন এবং সুতি কাপড়ের তৈরি ফুলহাতা টপ। এর সঙ্গে চাইলে পরা যেতে পারে স্লিভলেস কোটি বা জ্যাকেট। কোটির দৈর্ঘ্য টপের থেকে বেশি হলেও মন্দ লাগবে না। জাফর জানালেন ফুলহাতা টপের সঙ্গে স্কিনি জিনস, লেগিংস, টুইল অথবা পেনসিল প্যান্টের এখন বেশ চল।
পশ্চিমা ফ্যাশনে এখন সরু প্যান্ট আর ফুলহাতা টপের সঙ্গে নানা রকম স্কার্ফ আর মাথায় উলের টুপি পরার স্টাইল চলছে। টুপি যে সব সময় ঠান্ডার কবল থেকে বাঁচার জন্য ব্যবহৃত হচ্ছে তা নয় এখানে অনেকে ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এটি ব্যবহার করছেন।
এক রঙের টপের সঙ্গে ডোরাকাটা, চেক বা ফুলেল নকশার প্যান্ট পরলেও ভালো দেখাবে। লেগিংস বেশ পাতলা বলে এই সময় এটা পরার জন্য তেমন উপযোগী নয়। তবে বাজারে এখন মখমলের যেসব লেগিং পাওয়া যাচ্ছে তার সঙ্গে ফুলহাতা টপ পরা যেতেই পারে।
প্যান্টের সঙ্গে ফুলহাতা টপ পোশাকটা একেবারেই ঘরোয়া ঢঙের। এর সঙ্গে তাই অনুষঙ্গগুলোও মানানসই হওয়া চাই। একটু বড়সড় ব্যাগের সঙ্গে ভালো লাগবে। গলায় আজকাল তরুণীরা বড় বড় মুক্তার মালা পরছেন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল ঠান্ডায় প্রায় সময় কানটা ঢাকা থাকছে বলে দুল পরা হচ্ছে না এখন তেমন।
অনুষঙ্গের জায়গাটা এখন বড় মালার দখলে। অনেকে একটু নকশা করা বা পাথর বসানো হাতঘড়িও পরছেন।
আরবান ট্রুথের ব্র্যান্ড বিভাগ থেকে জানা গেল, তারা এবার ফুলহাতা টপের সঙ্গে মিলিয়ে পরার মতো স্কার্ফও রেখেছে। ফ্যাশন হাউস একস্ট্যাসিতে দেখা গেল সাটিন, জর্জেট, নিট, লিনেন, উলেন নানা ধরনের ফুলহাতা টপ। প্রিন্টেড বা একরঙা দুটো ধরনই চলছে বেশ।