Home decoration news - আরেকটু আরাম

.বসার ঘরও সাজাতে পারেন এমন আসবাবে—ছবি: অধুনা

     






আজকাল নতুন একটা চল হয়েছে। বাসা-বাড়িগুলোতে কম উচ্চতার (লো হাইট) আসবাব দেখা যাচ্ছে। কারও কারও পুরো বাড়ির সব আসবাবপত্রই কম উচ্চতার। কারোর হয়তো খাবার টেবিল, কারও বা শুধু শোবার ঘরের বিছানা। অনেকে হয়তো বসার ঘরটা কম উচ্চতার আসবাবপত্র দিয়ে সাজান।
এই কম উচ্চতার আসবাব ব্যবহারের সুবিধা কী? এ বিষয়ে কথা হলো ক্ষেত্রমিতির স্থপতি নাইমুল হাসানের সঙ্গে। তিনি বলেন, কম উচ্চতার আসবাবপত্র ব্যবহারের সবচেয়ে সুবিধা হলো ছোট ঘর বড় দেখায়। চারপাশে ঢাউস বড় আকারের আসবাবপত্র যত কম রাখা যায়, ততই ভালো। তবে সব ঘরে একই উচ্চতার আসবাব থাকলে সুন্দর দেখায়। তবে কম উচ্চতার আসবাব তৈরি বা কেনার আগে বাড়ির অন্য সদস্যদের মতামত ও সুবিধার কথা জেনে নেওয়া দরকার।
কম-উচ্চতার আসবাবপত্র রাখলে বেশ আরাম করে বসা যায়। এ ধরনের আসবাব থাকার আরেকটি সুবিধা হলো, কেউ মেঝেতে শীতল পাটি বা মাদুর পেতে গল্প করতে পারে। কেউ সোফায় বা বিছানায় বসতে পারে। সবাই মিলে আড্ডা দিতে কোনো অসুবিধা হয় না। উচ্চতার আসবাবপত্রের থেকে কম উচ্চতার আসবাবপত্র তুলনামূলকভাবে সাশ্রয়ী। বাঁশ, বেত বা রড আয়রনের এ ধরনের আসবাব পাওয়া গেলেও কাঠের কম উচ্চতার আসবাবপত্রের চাহিদা বেশি।
যেমন ধরেন বসার ঘরে সোফা যদি কম উচ্চতার হয়, তবে সেন্টার টেবিল ও তার আশপাশের জিনিসও একই উচ্চতার হতে হবে। তাহলে ঘর নান্দনিক দেখাবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts