Home decoration news - ঘরের গাছে নান্দনিকতা

...
   
ঘুম থেকে উঠেই চোখ মেলে দেখলেন, দুটি পাখি বসে আছে গাছের ডালে। তার ওপরে দোল খেয়ে যাচ্ছে সবুজ পাতা। ভাবছেন নিশ্চয়ই, শহরের জীবনে যেখানে জানালা খুললে আকাশেরই দেখা পাওয়া ভার, শুধু চোখে পড়ে পাশের বাড়ির কংক্রিটের দেয়াল, সেখানে এমন দৃশ্যের কথা ভাবা তো কল্পনাই বটে। কিন্তু আপনার ঘরের কোণে রাখা ছোট একটি গাছে যদি ফুটে ওঠে প্রকৃতির এমন নান্দনিক রূপ, তাহলে নিশ্চয়ই মনটা ভালো হয়ে যাবে।
শুধু টবে লাগানো গাছ নয়, ঘরের ভেতর রাখার গাছের উপস্থাপনে এখন এসেছে নানা বৈচিত্র্য। বাহারি পাত্রে রাখা হচ্ছে নানা রকম গাছ ও লতাপাতা। তাতে জুড়ে দেওয়া হচ্ছে কাঠের পাখি, ঝুড়ি ইত্যাদি নানা কিছু।
এমন সব গাছ রাখার পাত্র পাবেন নন্দনযাত্রায়। এর উদ্যোক্তা আবদুল গাফফার জানালেন, এই গাছগুলোতে ব্যবহৃত প্রতিটি জিনিসই ফেলে দেওয়া উপাদান থেকে তৈরি। রাস্তার ধারে পড়ে থাকা গাছের ডাল, পুরোনো মাছ ধরার জালের সুতা আর অব্যবহৃত কাঠের টুকরো দিয়ে তৈরি করা গাছ রাখার পাত্রগুলোর দামটাও থাকছে হাতের নাগালে। ২০০ থেকে ৫৫০ টাকার মধ্যেই মিলবে এসব।
শুধু দৃশ্যায়নের মাধ্যমেই নয়, এখন মাটির টবে গাছ রাখাতেও আনা হচ্ছে ভিন্ন কৌশল—জানালেন অ্যাসথেটিক্সের অন্দরসজ্জাবিদ সাবিহা কুমু। একটা সময় ছিল যখন ঘরের ভেতরে গাছ রাখার জন্য বেছে নেওয়া হতো পিতল অথবা মাটির টব। আর টবটির স্থান হতো হয় ঘরের কোণে, নয়তো বা সিঁড়িঘরে। কিন্তু এখন অন্দরসজ্জায় গাছ থাকবে না, এমনটি মনে হয় কেউ ভাবতেই পারে না। আর তাই শুধু মেঝেতেই নয়, টেবিল, ঘরের কোনায়, জানালার গ্রিলে, ঘরের দেয়াল এমনকি সিলিং থেকেও ঝুলিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের গাছ।
গাছ রাখার পাত্রটিতে কখনো কাঠের ওপর টেরাকোটা আবার কখনো সরাসরি গাছের ডাল দিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের শিল্পকর্মের রূপ। সে জন্য মাটিসহ গাছটিকে টবে রাখার জন্য বেছে নেওয়া হচ্ছে প্লাস্টিকের গ্লাস। এ ধরনের পাত্র ব্যবহারের সুবিধা হলো, পানি দেওয়ার সময় খুব সহজেই টবের ভেতর থেকে গ্লাসটিকে উঠিয়ে নেওয়া যায়। এতে করে টবের গায়ে পানি পড়ে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। ঘরের ভেতরে রাখা গাছগুলো রোদে দেওয়া নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে থাকেন। এই ধরনের প্লাস্টিকের পাত্র ব্যবহারের ফলে খুব সহজেই গাছটিকে তুলে নিয়ে রোদেও দেওয়া যায়।
অন্দরসজ্জায় ব্যবহৃত এ রকম নান্দনিক আরও কিছু গাছের সন্ধান পেতে হলে যেতে পারেন ঢাকার মোহাম্মদপুরের স্মার্ট হ্যান্ডিক্র্যাফটস, সীমান্ত স্কয়ারের পুষ্পিত সীমান্ত এবং বসুন্ধরা সিটির অ্যাকেশিয়ায়। এসব দোকানে ২৫০ থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে মিলবে আপনার পছন্দের গাছটি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts