কাগজ
অনলাইন ডেস্ক: গ্রাম্য যুবতী, রাজকন্যা ও পপ-তারকা একই ছবিতে এই তিন রকম
চরিত্রে অভিনয় করলেন সানি লিওন। গল্পে ১০০ বছর পর পর তাকে পাওয়া যাবে। ছবির
নাম ‘এক পাহেলি লীলা’। ইউটিউবে ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত এ ছবির একটি গানে
দর্শকের আবারো নতুন করে নজর কেড়েছেন এ অভিনেত্রী। দু্দিন না পেরোতেই এটি
৫৭ লাখেরও বেশি দর্শক দেখেছেন গানটি।
কিছুদিন আগেই ছবিটির ট্রেলর প্রকাশ হয়েছে। জানা গেছে, ববি খান পরিচালিত
ছবিটিতে রোমাঞ্চ গল্পের পাশাপাশি থাকছে নাচের প্রাধান্য। এটি মুক্তি পাবে
১০ এপ্রিলে।