কাগজ
অনলাইন ডেস্ক: মার্চে শুরু হচ্ছে সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন
চলচ্চিত্র ‘অবলা নারী’। এখানে প্রধান চরিত্রে কাজ করার কথা ছিলো অভিনেত্রী
সোনিয়া হোসেনের। তবে মহরতে যোগদানের পরও তিনি নানা কারণে এ ছবিতে আর কাজ
করবেন না বলে জানিয়েছেন।
সোনিয়া হোসেন বাংলানিউজকে বলেন, ‘ছবিতে প্রথমে কাজ করতে ইচ্ছে পোষণ
করলেও পরে আমি ভেবে দেখলাম এ ছবিটি আমার জন্য না। বিশেষ করে চরিত্রটি ও
ছবির নামের কারণে ছবিটিতে অভিনয় করব না বলে সোহান ভাইকে জানিয়ে দিয়েছি।
অন্য সকলে কাজ করলেও আমি করছি না।’
মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি প্রযোজিত ‘অবলা নারী’ চলচ্চিত্রে
কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য রাজী হয়েছিলেন তিনি। জানা যায়, ১৬
ফেব্রুয়ারি রাতে সোহানুর রহমান সোহান সোনিয়াকে চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য
চুক্তিবদ্ধ করেন।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে মহরতে হাজিরও হন
তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,
পরিচালক সোহানুর রহমান সোহানসহ এ ছবির কলাকুশলীরা।