নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা ভাষী টেলিভিশন চ্যানেল ‘টিবিএন-২৪’
‘প্রাইম টাইম নিউজ’ প্রচার করবে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত আটটায় প্রচারিত
হবে তাদের প্রথম সংবাদ। এরপর থেকে প্রতিদিন রাত আটটায় নিয়মিত প্রচারিত হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে ‘টিবিএন-২৪’
কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
দেশ বিদেশের সর্বশেষ সংবাদ প্রচারে তাদের শ্লোগান ‘সংবাদ আমাদের, মতামত
আপনাদের’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিবিএন-২৪’এর সিইও
আহমেদুল বারো ভূঁইয়া পুলক, পরিচালক হাবিব রহমান, অনুষ্ঠান পরিচালক গোলাম
সারোয়ার হারুন এবং হেড অব নিউজ হাসান ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন
টিবিএন২৪’র বার্তা পরিচালক আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে
টিবিএন ২৪’র ৩০ মিনিট ব্যাপ্তির নিউজ সম্পর্কে অতিথিদের জন্য একটি
তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ‘টিবিএন২৪’র কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ
মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, এটিএন বাংলা
ইউএসএ’র বার্তা প্রধান দর্পণ কবীর, সাপ্তাহিক রানার সম্পাদক এনামুর রেজা
দিপু, সাংবাদিক রিমন ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালেহ আহমেদ, এটর্নি
শেখ সেলিম, নাসরিন আহমেদ, কবি আদনান সৈয়দ, রানু ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, ‘টিবিএন-২৪’ প্রবাসের জনপ্রিয় ক্যাবল টিভি ব্যবসা প্রতিষ্ঠান
টোটাল ক্যাবলের সহযোগী প্রতিষ্ঠান। ‘টিবিএন-২৪’ ছাড়াও একইসঙ্গে তাদের চালু
রয়েছে আরো তিনটি টিভি চ্যানেল। এগুলো হচ্ছে টিবিএন ওয়েদার, টিবিএন সিনেমা
এবং টিবিএন মিউজিক।