রাজধানীর মহাখালীর ফ্লাইওভার থেকে নয় বছর বয়সী এক শিশু পড়ে মারা গেছে। তার
নাম মামুন। শনিবার সকালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরি দেখতে
এসে শিশু মামুন ফ্লাইওভার থেকে পড়ে মারা গেছে। এ দিকে, রাজধানীর সবুজবাগ
থেকে দুপুরে রবিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরি
দেখতে শিশু মামুন তার অপর দুই বন্ধু রাব্বি ও জাহেদের সঙ্গে মহাখালী এলাকায়
আসে। এরপর তারা ফ্লাইওভারের ওপর উঠে নিচের শোভাযাত্রা দেখতে গেলে
অসাবধানবসত মামুন ফ্লাইওভার থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে
মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের মায়ের নাম চানবানু। তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করে।
এ দিকে, রাজধানীর সবুজবাগ এলাকা থেকে রাজীব-উর-জামান ওরফে রবিন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে—শনিবার দুপুরে স্থানীয়রা খবর দেন সবুজবাগ
থানা এলাকার ৭২ নম্বর সবুজকানন বাড়িতে একজন আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ওই
বাসায় গিয়ে ঘর থেকে রবিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।