নিউইয়র্কের
জ্যাকসন হাইটস্থ ফুডকোর্ট পার্টি সেন্টারে দেশের চলমান রাজনৈতিক সংকটের
পরিপ্রেক্ষিতে নির্দলীয় ব্যক্তিরা এক সংবাদ সম্মেলন করেছেন। সচেতন প্রবাসী
বাংলাদেশিদের পক্ষে কমিউনিটি একিটভিষ্ট আতিকুর রহমান সালু ১০ দফা সুপারিশ
পেশ করেন।
কমিউনিটির
বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— বাংলাদেশ সোসাইটির সাধারণ
সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি লিডার সুভাস মজুমদার, গিয়াস
মজুমদার, মুনির হোসেন, সৈয়দ বদরুল আলম, নুর দিদা খালেদ, বাংলাদেশি আমেরিকান
ফার্মাসিষ্ট এসোসিয়েশনের প্রাক্তণ সভাপতি আব্দুল আওয়াল সিদ্দিক, আবু তালেব
চৌধুরী চান্দু, মুনিরুল ইসলাম, এম.এ সিদ্দিক পল্লব, লেখক মনিরুল ইসলাম,
আতাউর রহমান আতা প্রমুখ।
প্রস্তাবে
বলা হয়, জ্বালাও-পোড়াও ও সহিংসতার জন্য যারা সত্যিকার অর্থে যারা দায়ী
তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। বর্তমান
সংকট একটি রাজনৈতিক সংকট বিধায় সাংবিধানিকভাবে ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে
এই সমস্যার সমাধান হওয়া বাঞ্ছনিয়। তাই আমাদের দাবি: রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী ও বিচারবিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে।
গণতন্ত্রে সহনশীলতা, সমঝোতা ও আলোচনার কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে আজ
শান্তির রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া দেশ বাচঁবে না। মতপার্থক্য
নিয়েও সর্বত্র আমরা পারস্পরিক শ্রদ্ধা যেন বজায় রাখতে পারি।