ব্যবহারকারীদের
জন্য সুখবর নিয়ে আসলো ফেসবুক। ছবি আপলোডের জন্য নতুন ফিচার যুক্ত হয়েছে
ফেসবুকে। নতুন ফিচারটির সাহায্যে ফেসবুকে আপলোড করা ছবির উপর এখন থেকে
স্টিকার লাগাতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন
ফিচারটিতে ৫২ টি ক্যাটাগরির স্টিকার পাওয়া যাবে স্মার্টফোনে। ছবি
আপলোডকারী ছবিটির ওপর স্টিকারটিকে ড্র্যাগ, পিঞ্চ, স্ট্রেচ, কিংবা রোটেটও
করতে পারবে। শুধু তাই নয়, স্টিকারের সঙ্গে জুড়ে দেয়া যাবে পছন্দসই
ক্যাপশনও।
আই ওএস এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফেসবুক অ্যাপটি আপডেট করে নিলেই এই সুবিধাটি উপভোগ করা যাবে।