Entertainment news - এখনো সঙ্গীতার মোহ কাটাতে পারেনি সালমান

এখনো সঙ্গীতার মোহ কাটাতে পারেনি সালমান
 
প্রাক্তন প্রেমিকাদের প্রসঙ্গ উঠলে সাধারণত সবাই এড়িয়ে চলারই চেষ্টা করেন। কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সালমান খান। এরকম অস্বস্তিকর প্রসঙ্গ চলে এলে বরং নিজেই ব্যাপারটিকে মজা করে সহজ করে দেন।
সালমানের বোন অর্পিতা খানের বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনার সাথে রসিকতা করার পর এবার দুবাইয়ে এক সাংবাদিক বৈঠকে আরেকবার তা প্রমাণ করলেন ‘সাল্লু ভাই’। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর প্রিয় ক্রিকেটার কে? উত্তরে তিনি বলেন মহম্মদ আজহারউদ্দিন। এটুকুর মধ্যে অবাক হওয়ার মতো কিছু না থাকলেও এরপরেই তাঁর কথায় ফুটে ওঠে কৌতুক। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'আজহার শুধু তাঁর প্রিয় তারকাই নন, তিনি সঙ্গীতা বিজলানীর স্বামীও! না, না, প্রাক্তন স্বামী।'
প্রসঙ্গত, সঙ্গীতা বিজলানী সালমনের প্রাক্তন প্রেমিকা। কিন্তু সে ব্যাপারে বিন্দুমাত্র অস্বস্তিতে না পড়ে ব্যাপারটিকে অনেক বেশি মজার করে তোলেন ‘দাবাং’ তারকা।
এর আগে সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে রসিকতা করতেও ছাড়েননি তিনি। সালমানের বোনের বিয়ের অনুষ্ঠানে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে মজা করে তিনি ক্যাটরিনাকে বলেন, 'আমি তোমাকে  ‘ক্যাটরিনা খান’  হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ‘ক্যাটরিনা কপুর’ হতে চাইলে।'
সালমান যে তাঁর প্রাক্তন প্রেমিকাদের ভুলে যেতে চান না, এ ঘটনাগুলি তারই প্রমাণ। সূত্র: আনান্দবাজার
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts