অ্যাকাডেমি
অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে ‘ইডা’ সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতে
নিলো। পাওয়েল পাউলিকসকি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ।
এর আগে বাফটা ও স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে ‘ইডা’। এতে তুলে ধরা হয়েছে ৬০ দশকের পোল্যান্ড। 'আনা' নামের এক তরুণীকে কেন্দ্র করে এর গল্পটা আবর্তিত হয়েছে।
পুরস্কার গ্রহণ করে পাউলিকসকি বলেন, জীবনটা সত্যিই অনেক চমকে ভরা।
এর আগে বাফটা ও স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে ‘ইডা’। এতে তুলে ধরা হয়েছে ৬০ দশকের পোল্যান্ড। 'আনা' নামের এক তরুণীকে কেন্দ্র করে এর গল্পটা আবর্তিত হয়েছে।
পুরস্কার গ্রহণ করে পাউলিকসকি বলেন, জীবনটা সত্যিই অনেক চমকে ভরা।