মেয়েদের
সাজসজ্জা বা মেকআপে নিত্যনতুন পরিবর্তন দেখা যায়। ত্বকের বিভিন্ন খুঁত
আড়াল করতে এবং নমনীয়তার ধরন পাল্টে দিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ক্রিম
বা প্রসাধন। আর তা না করে উপায়ই কী? কারণ পরিবর্তনশীল আবহাওয়া,
অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া এবং নিত্যদিনের কাজের চাপ—সবকিছুরই প্রভাব পড়ে
ত্বকে।
ছবি তোলার ব্যাপারে অনেকের সহজাত আগ্রহ দেখা যায়। আজকাল মুঠোফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলা বা সেলফির জনপ্রিয়তা উল্লেখযোগ্য। এই সেলফি তুলতে গিয়ে অনেকে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। মেকআপ ব্যবহার করে ত্বকের নির্দিষ্ট অংশের সমস্যা আড়াল করা গেলেও ছবি তোলার পর দেখা যায় বিভিন্ন দাগ ও অনাকাঙ্ক্ষিত রেখা ঠিকই ধরা পড়ে যায়। এ বিষয়ে ভারতের জাতীয় দৈনিক ডিএনএ পত্রিকা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, নতুন ধরনের ব্লার ক্রিম কিছুটা সমাধান দিতে পারে। এগুলো হায়ালুরনিক অ্যাসিড ও মাইক্রো-ফিলিং পার্লের মতো উপাদানে তৈরি। লোমকূপ ও বিভিন্ন রেখার ওপর একধরনের প্রলেপ দেয় এসব ক্রিম। চোখ ও মুখমণ্ডলের কালো অংশগুলোকে উজ্জ্বল করতে আলো প্রতিফলনকারী রঞ্জক পদার্থও থাকে এসব ক্রিমে। শীর্ষস্থানীয় অনেক প্রসাধন ব্র্যান্ড ভিন্ন ভিন্ন নামে এই ক্রিম বাজারে এনেছে।
মেকআপ ও চুলবিশেষজ্ঞ প্রিয়া কাপুরের মতে, ব্লার ক্রিম একধরনের মেকআপ। এতে উচ্চপ্রযুক্তির বিভিন্ন উপাদান ও স্মার্ট কণা ব্যবহার করে ত্বকের দাগ আড়াল করার পাশাপাশি আলো প্রতিফলন করা হয়। এতে ত্বকের বলিরেখা ও অন্যান্য দাগ আর চোখে পড়ে না। তবে এটা নিতান্তই মেকআপ, ত্বকের পরিচর্যা নয়। তাই সাময়িকভাবে এসব ক্রিম ব্যবহার করে আপনার স্থায়ী সৌন্দর্য নিশ্চিত করা সম্ভব নয়। ত্বকের দীর্ঘমেয়াদি উন্নতি চাইলে সুষ্ঠু পরিচর্যা জরুরি। প্রাথমিক মেকআপ ও ফাউন্ডেশন ব্যবহার করে কোনো কাজ না হলে ব্লার ক্রিম ব্যবহার করা যেতে পারে। দীর্ঘক্ষণ স্থায়ী হয় এমন মেকআপে এ ধরনের ক্রিম ব্যবহার করা যায়।
মেকআপ শিল্পী বিপুল ভগত বলেন, এসব ক্রিম ব্যবহার করে ত্বক পরিচর্যায় কিছু সুবিধাও পাওয়া যায়। কিন্তু সব ধরনের ত্বকের উপযুক্ত নয় এই ক্রিম। যেসব ক্রিম তৈলাক্ত নয় এবং মেকআপকে ঠিকভাবে ধরে রাখতে সহায়ক, সেগুলো ব্যবহার করাই ভালো। মেকআপ নেওয়ার আগে এগুলো ব্যবহার করা হয়। এতে ত্বকে একধরনের বাড়তি দীপ্তি তৈরি হয়। ছবিতেও বেশ ভালো দেখায়।
মেকআপ বিশেষজ্ঞ কপিল ভালা বলেন, সাময়িক সাজসজ্জায় ব্লার ক্রিমগুলো সত্যিই বেশ ভালো। এগুলো সব প্রায় একই ধরনের পণ্য। তবে মোড়কগুলো আলাদা আলাদা। লোমকূপ আড়াল করে এবং ত্বককে টানটান করে। তবে ক্রিম ব্যবহার করার অনেক অসুবিধাও রয়েছে। তাই সবচেয়ে ভালো হয় ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আর্দ্রতা রক্ষা করা। তাহলেই ভালো ফল পাবেন।
ছবি তোলার ব্যাপারে অনেকের সহজাত আগ্রহ দেখা যায়। আজকাল মুঠোফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলা বা সেলফির জনপ্রিয়তা উল্লেখযোগ্য। এই সেলফি তুলতে গিয়ে অনেকে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। মেকআপ ব্যবহার করে ত্বকের নির্দিষ্ট অংশের সমস্যা আড়াল করা গেলেও ছবি তোলার পর দেখা যায় বিভিন্ন দাগ ও অনাকাঙ্ক্ষিত রেখা ঠিকই ধরা পড়ে যায়। এ বিষয়ে ভারতের জাতীয় দৈনিক ডিএনএ পত্রিকা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, নতুন ধরনের ব্লার ক্রিম কিছুটা সমাধান দিতে পারে। এগুলো হায়ালুরনিক অ্যাসিড ও মাইক্রো-ফিলিং পার্লের মতো উপাদানে তৈরি। লোমকূপ ও বিভিন্ন রেখার ওপর একধরনের প্রলেপ দেয় এসব ক্রিম। চোখ ও মুখমণ্ডলের কালো অংশগুলোকে উজ্জ্বল করতে আলো প্রতিফলনকারী রঞ্জক পদার্থও থাকে এসব ক্রিমে। শীর্ষস্থানীয় অনেক প্রসাধন ব্র্যান্ড ভিন্ন ভিন্ন নামে এই ক্রিম বাজারে এনেছে।
মেকআপ ও চুলবিশেষজ্ঞ প্রিয়া কাপুরের মতে, ব্লার ক্রিম একধরনের মেকআপ। এতে উচ্চপ্রযুক্তির বিভিন্ন উপাদান ও স্মার্ট কণা ব্যবহার করে ত্বকের দাগ আড়াল করার পাশাপাশি আলো প্রতিফলন করা হয়। এতে ত্বকের বলিরেখা ও অন্যান্য দাগ আর চোখে পড়ে না। তবে এটা নিতান্তই মেকআপ, ত্বকের পরিচর্যা নয়। তাই সাময়িকভাবে এসব ক্রিম ব্যবহার করে আপনার স্থায়ী সৌন্দর্য নিশ্চিত করা সম্ভব নয়। ত্বকের দীর্ঘমেয়াদি উন্নতি চাইলে সুষ্ঠু পরিচর্যা জরুরি। প্রাথমিক মেকআপ ও ফাউন্ডেশন ব্যবহার করে কোনো কাজ না হলে ব্লার ক্রিম ব্যবহার করা যেতে পারে। দীর্ঘক্ষণ স্থায়ী হয় এমন মেকআপে এ ধরনের ক্রিম ব্যবহার করা যায়।
মেকআপ শিল্পী বিপুল ভগত বলেন, এসব ক্রিম ব্যবহার করে ত্বক পরিচর্যায় কিছু সুবিধাও পাওয়া যায়। কিন্তু সব ধরনের ত্বকের উপযুক্ত নয় এই ক্রিম। যেসব ক্রিম তৈলাক্ত নয় এবং মেকআপকে ঠিকভাবে ধরে রাখতে সহায়ক, সেগুলো ব্যবহার করাই ভালো। মেকআপ নেওয়ার আগে এগুলো ব্যবহার করা হয়। এতে ত্বকে একধরনের বাড়তি দীপ্তি তৈরি হয়। ছবিতেও বেশ ভালো দেখায়।
মেকআপ বিশেষজ্ঞ কপিল ভালা বলেন, সাময়িক সাজসজ্জায় ব্লার ক্রিমগুলো সত্যিই বেশ ভালো। এগুলো সব প্রায় একই ধরনের পণ্য। তবে মোড়কগুলো আলাদা আলাদা। লোমকূপ আড়াল করে এবং ত্বককে টানটান করে। তবে ক্রিম ব্যবহার করার অনেক অসুবিধাও রয়েছে। তাই সবচেয়ে ভালো হয় ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আর্দ্রতা রক্ষা করা। তাহলেই ভালো ফল পাবেন।