Lifestyle news - সাজ ঠিকঠাক সারা দিন

সাজের স্থায়িত্ব ধরে রাখতে ব্যবহার করতে পারেন সেটিং স্প্রে। মডেল: সাফা কবীর, ছবি: নকশা
প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ—সব তো ব্যবহার শেষ, এরপর? দাঁড়ান, মেকআপ সেটিং স্প্রের কথা ভুলে যাচ্ছেন না তো? অনেকটা সময় ব্যয় করে সাজার পর আমরা অনেকেই ভাবি, যদি এমন কোনো জাদুর ছোঁয়া পাওয়া যেত, যাতে করে মেকআপটা সারা দিনের জন্য স্থায়ী হয়ে যেত! এই জাদুর মতো প্রসাধনীই হলো মেকআপ সেটিং স্প্রে।
মেকআপ সেটিং স্প্রে বাজারে প্রথম আনে স্কিন্ডিনিভিয়া নামক ব্র্যান্ডটি। তার পর থেকে এখন পর্যন্ত এর জনপ্রিয়তা মেকআপপ্রেমীদের কাছে অক্ষুণ্ন রয়েছে। অন্যান্য প্রসাধনী ব্র্যান্ডও শুরু করেছে এটি বাজারজাত করা। প্রশ্ন হলো, মেকআপের ক্ষেত্রে সেটিং স্প্রে কি অপরিহার্য? এর উত্তরে অনেকেই বলবেন, অবশ্যই। মেকআপকে দীর্ঘস্থায়ী করতে মেকআপ সেটিং স্প্রে তথা ফিনিশিং স্প্রের বিকল্প নেই। আপনি যদি চুলের স্টাইলিং স্প্রের সঙ্গে পরিচিত থাকেন, তাহলে বলা যায় মেকআপ সেটিং স্প্রেও সে রকমই একটি পণ্য, যা আপনার মেকআপের সব কটি উপাদানের স্থায়িত্বকে আরও বাড়িয়ে তোলে। মেকআপ সেটিং স্প্রের আরও গুণাগুণ রয়েছে। যেমন এটি আপনার মেকআপের পাউডারি ভাব দূর করে মেকআপকে আরও মসৃণ ও স্বাভাবিক রূপ দেবে, ত্বকের আর্দ্রতা বাড়াবে, মেকআপে উজ্জ্বলতা আনবে। তৈলাক্ত ত্বকের জন্য তৈরি স্প্রে ত্বকের তৈলাক্ত ভাবও কমিয়ে দেবে।
বাজারে নানা ধরনের মেকআপ সেটিং স্প্রে রয়েছে, যার কোনোটা ত্বকের ধরন অনুযায়ী তৈরি, কোনটা আবার ফিনিশিংয়ের ওপর। যেমন তৈলাক্ত ত্বকের জন্য তৈরি সেটিং স্প্রেগুলো সাধারণত অধিক স্থায়ী এবং ম্যাট ফিনিশ দিয়ে থাকে। আর শুষ্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য তৈরি স্প্রেগুলো তৈলাক্ত ত্বকে কম স্থায়ী হয় আর কিছুটা ডিউয়ি ফিনিশের হয়। মেকআপ শেষে আপনার জন্য উপযুক্ত সেটিং স্প্রেটি দু-তিনবার স্প্রে করে নিলেই হবে। এরপর যত ঝামেলাই যাক না কেন, সারা দিন আপনার মেকআপ আগের চেয়ে অনেক বেশিক্ষণ স্থায়ী থাকবে। বাজারে স্কিন্ডিনিভিয়া, মেকআপ ফরেভার, আরবান ডিকের মতো দামি ব্র্যান্ডগুলো থেকে শুরু করে ড্রাগস্টোর ব্র্যান্ড যেমন ঈ-এল-এফ, মেকআপ একাডেমি, নিক্স, লরিয়েল ইত্যাদি সব রকম স্প্রে রয়েছে।
..বাজারে আরেক ধরনের মেকআপ স্প্রে পাওয়া যায়, যাকে বলে মেকআপ মিস্ট। এই দুইয়ের পার্থক্য বুঝতে অনেকেই দ্বিধায় পড়ে যান। আবার অনেকেই ভাবেন, দুটোই হয়তো একই পণ্য। কিন্তু তা নয়। মেকআপ মিস্টের কাজ হলো মেকআপকে তাৎক্ষণিকভাবে সেট করে সজীব ও ডিউয়ি লুক দেওয়া, সঙ্গে ত্বকে আর্দ্রতা জোগানো। এটি মোটামুটি সারা দিন আপনার হাতব্যাগে রাখার মতো একটি পণ্য। সারা দিন মুখে মেকআপ থাকলে ঘণ্টা খানেকের মাঝেই আমাদের ত্বকে আর্দ্রতা কমে গিয়ে কিছুটা টানটান আর ভারী ভাব চলে আসে। তখন যদি মেকআপ মিস্ট এক-দুবার স্প্রে করে নেওয়া যায়, তাহলে ত্বকের আর্দ্রতা ফিরে আসার সঙ্গে সঙ্গে মেকআপেও আসে সজীবতা। ফলে মুখ ধুয়ে পুরোপুরি আবার মেকআপ করার প্রয়োজন পড়ে না। কিন্তু মনে রাখতে হবে, মেকআপ মিস্ট কখনোই মেকআপ সেটিং স্প্রের মতো মেকআপের স্থায়িত্ব বাড়াবে না। যেমন বলা যায় ম্যাক ব্র্যান্ডের মেকআপ স্প্রেগুলোর কথা, ম্যাকের যত ধরনের মেকআপ স্প্রে রয়েছে, তা সবই মূলত মেকআপ মিস্ট, কোনোটাই সেটিং স্প্রে নয়। মেকআপ মিস্টের জন্য আমাদের দেশে সহজলভ্য ব্র্যান্ড হলো ডাবর গুলাবরি ফেসিয়াল মিস্ট।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts