Lifestyle news - বিয়েতে কনের বয়স একই সঙ্গে ১৮ ও ১৬ বছর থাকবে কি?

.
বিয়েতে কনের বয়স একই সঙ্গে ১৮ ও ১৬ বছর থাকবে কি না, সে ব্যাপারে পাঠকের মতামত চাওয়া হয়েছে। বিপুলসংখ্যক পাঠক প্রথম আলোর অধুনার ঠিকানায়, ই-মেইলে ও ফেসবুক ফ্যান পেজে নিজেদের মতামত পাঠিয়েছেন। সেসব থেকে বাছাই করে কয়েকটি মতামত আজ প্রকাশিত হলো।

আইন ভঙ্গ করার প্রবণতা বাড়িয়ে দেবেরুমানা আক্তারএকুশ শতকে দাঁড়িয়ে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ তে পরিণত করা খুব সময় উপযোগী বলে মনে হয় না। বাংলাদেশ এখনো উন্নত দেশে পরিণত হয়নি। বিভিন্ন সামাজিক সমস্যার পাশাপাশি কম বয়সে বিয়ে ও তার নানা জটিলতা আমাদের দেশে নতুন কোনো ঘটনা নয়। যেখানে ১৮ তে বিয়ে আইন থাকা সত্ত্বেও গ্রামীণ এমনকি শহুরে সমাজেও এই আইন ভঙ্গ করার ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হয়েছে, সেখানে ১৬ তে বিয়ে এর ব্যাপকতা আরও বাড়িয়ে দেবে। শারীরিক ও সামাজিক সমস্যা ছাড়াও নারীর উন্নয়ন ও অগ্রগতিতে এটি একটি হুমকি হতে পারে। জাতিসংঘ শিশু অধিকার সনদে একটি শিশুর বয়স ১৮ পর্যন্ত ধরা হয়। আশা করি, সরকার বিষয়টি সার্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
এটি নারীর অবস্থান নড়বড়ে করার চেষ্টা
জাহিদুল ইসলাম
১৮ বছরের আগে কোনো মেয়েই পরিপূর্ণ হয় না। হোক শারীরিক কিংবা মানসিক। চিকিৎসাবিজ্ঞানও তেমনই বলে। পরিপূর্ণ হওয়ার আগে তাঁকে বিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি। এ ছাড়া এখন নারীরা নানা মাধ্যমে এগিয়ে যাচ্ছে, সেখানে এই উদ্যোগ তাঁর অবস্থানকে নড়বড়ে করে দেয়। তাঁকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। যা কাম্য নয়।
আইনজীবী, ময়মনসিংহ।

এর জন্য মেয়েদের আরও সমস্যায় পড়তে হবে
সাদিয়া আজিজ চৌধুরী
মেয়েদের বিয়ের বয়স ১৬ থেকে ১৮ বছর করা নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। উদ্যোগ নেওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা হয়ে গেছে। যদিও এ রকম একটি উদ্যোগ নেওয়ার পেছনে বাল্যবিবাহ রোধ কারণ হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু এই আইন দ্বারা বাল্যবিবাহ রোধ হবে বলে আমি মনে করি না। কারণ যে বা যারা বাল্যবিবাহ আইনত অপরাধ জেনেও মেয়েদের ১২-১৪ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, এই আইন ওদের কখনোই রুখতে পারবে না।এই আইনের কারণে উল্টো অনেক মেয়েরাই উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হবে। বয়স ১৬ পেরোনোর সঙ্গে সঙ্গেই মা-বাবা বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করবেন। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও পরিপক্ব হওয়ার সুযোগ পাবে না মেয়েরা। যেসব সমস্যার কথা চিন্তা করে বাল্যবিবাহ আইন করা হয়েছিল। নতুন এই আইনের দরুন এর সবই খর্বিত হবে। প্রকৃতপক্ষে আইনটি সবার হিতের জন্য মনে হলেও অবশেষে এর কারণে অনেক মেয়েদের সম্মান বা এর চেয়েও অনেক বেশি সমস্যার মোকাবিলা করতে হবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts