বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন
পদের নাম: ক্যাশিয়ার।
পদের সংখ্যা: ৪ জন।
বয়স: আবেদনকারীর বয়স
৩১.০৩.২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর বিবেচনাযোগ্য। তবে মুক্তিযোদ্ধা
কোটাভুক্ত প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: ৫,২০০-১১,২৩৫ টাকা
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা:
প্রার্থীদের আবেদনপত্রের ফরম বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নিজস্ব
ওয়েবসাইট www.bfdc-gov.org/bfdc.portal.gov.bd থেকে A4 সাইজের কাগজে
ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: সজল কুমার
চৌধুরী, সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ২৪-২৫ দিলকুশা বা/এ,
মতিঝিল, ঢাকা-১০০০। আবেদনপত্রের সঙ্গে সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন
করপোরেশনের অনুকূলে ৪০০ টাকা মূল্যের পোস্টাল অর্ডার/পে-অর্ডার
(অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর পদের
নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।
বাংলাদেশ চা বোর্ড
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১৪ জন।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।
কর্মস্থল: চা বোর্ড প্রধান কার্যালয়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক
সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড
প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায়
১৫ ও ইংরেজিতে ২০ শব্দ হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র
সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২ বায়েজিদ বোস্তামী
সড়ক, নাছিরাবাদ, চট্টগ্রাম-৪২১০—এই ঠিকানায় পাঠাতে হবে। সচিব, বাংলাদেশ চা
বোর্ড, চট্টগ্রামের অনুকূলে এবং কৃষি ব্যাংক চা বোর্ড শাখায় ১০০ টাকার
ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রার্থী যে পদে আবেদন করবেন, সেই পদের নাম খামের ওপরে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী।
পদের সংখ্যা: ৮১ জন।
বয়স: প্রার্থীর বয়সসীমা
০১.১১.২০১৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার
সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত ও বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা
শিথিলযোগ্য।
বেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকা।
যোগ্যতা: বিজ্ঞান বা
মানবিক বিভাগে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে তিনটি বিষয়ের যেকোনো একটি
বিষয়সহ এইচএসসি অথবা বাণিজ্য বা কৃষি বিভাগে এইচএসসি পাস হতে হবে।
আবেদনের ঠিকানা:
আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ভবন,
ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর অফিস চলাকালীন পৌঁছাতে হবে। বাংলাদেশ
পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট (www.bbs.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড
করে আবেদন করা যাবে। এ ছাড়া আবেদনপত্র প্রতিটি জেলা পরিসংখ্যান কার্যালয়
থেকেও সংগ্রহ করা যাবে। প্রার্থীকে ১০০ টাকা পরীক্ষার ফি বাবদ বাংলাদেশ
ব্যাংক/সোনালী ব্যাংকে ১-১৬৩১-০০০০-২০৩১ নম্বর কোডে (অফেরতযোগ্য)
ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূল কপি
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ, ২০১৫।
বাংলাদেশ ডাক বিভাগ
পদের নাম: পোস্টাল অপারেটর
পদের সংখ্যা: ৬৫ জন
বয়স: প্রার্থীর বয়স
৩১.০৩.২০১৫ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ
মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং তাঁদের
পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সসীমা ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর
বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম,
কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও
সুনামগঞ্জ।
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা:
আবেদনকারীকে কম্পিউটার থেকে আবেদনপত্রের ছক A4 সাইজে প্রিন্ট করে ছকের খালি
ঘর স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্র জিইপি অথবা রেজিস্ট্রি ডাকযোগে
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), পোস্টমাস্টার জেনারেল-এর দপ্তর,
পূর্বাঞ্চল, চট্টগ্রাম-৪১০০ ঠিকানায় পৌঁছাতে হবে। পোস্টমাস্টার জেনারেল,
পূর্বাঞ্চল, চট্টগ্রামের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে
১-৫৪৩১-০০০০-২০৩১ কোডে ১০০ টাকা জমা করে ট্রেজারি চালানের মূল কপি
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।
কোকোলা ফুড প্রোডাক্টস লি.
পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ
পদের সংখ্যা: ১০০ জন
যোগ্যতা: ন্যূনতম এসএসসি। কোনো ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম ২-৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা
থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী
প্রার্থীকে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি,
জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ পরিচালক, কোকোলা ফুড
প্রোডাক্টস লি., ইসলাম লজ, বাড়ি-১৪, রোড-১৬ /এ, গুলশান-১, ঢাকা-১২১২
ঠিকানায় আবেদন করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ, ২০১৫