World news - দিল্লিতে ঝাড়ু ঝড়, চাপে বিজেপি


সোমালিয়ায় বিলাসবহুল হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলা
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বিলাসবহুল হোটেলে হামলায় কয়েক জন এমপিসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর একেবার প্রাণকেন্দ্রে সেন্ট্রাল হোটেলে শুক্রবার শক্তিশালী জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। ওই হোটেলে রাজনীতিবিদরা ছাড়াও ভিআইপি ব্যক্তিরা থাকেন। শুক্রবার ছুটির দিন থাকায় হোটেলটিতে বেশ জনসমাগম ছিল। গাড়িবোমা ছাড়াও বন্দুকের গুলি ছোড়ার শব্দ পাওয়া গেছে।
সোমালিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আল শাবাব বিধ্বংসী ওই হামলার দায় স্বীকার করেছে। জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে আল শাবাব। পুলিশের মেজর বলেন, ‘প্রথম বোমাটি হোটেলের প্রধান ফটকে বিস্ফোরিত হয়। এরপর অন্য একজন আত্মঘাতী হামলাকারী হোটেলের কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে বোমায় নিজেকে উড়িয়ে দেয়।তিনি আরো বলেন, ‘হোটেলে মন্ত্রী, এমপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছিলেন। এমপিমসহ অনেকে আহত অবস্থায় হোটেলে পড়ে থাকে দেখা গেছে।সরকার উচ্চপদস্থ ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts