World News - বাথটাবে ঘোড়া





বাথটাবে ঘোড়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ঘোড়া বাথটাবে আটকে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ঘোড়াটি দমকল বাহিনীকে একটি যন্ত্রণাদায়ক দিন উপহার দিয়েছে। জানা গেছে, ফ্যান্টম নামের ওই ঘোড়াটি মালিকের বাথটাবের চারপাশে লাফালাফি করছিল। একবার একটু বেশি জোরে লাফ মারায় সেটি বাথটাবের ভেতরে ঢুকে গিয়ে বেশ শক্তভাবে আটকে যায়। তার মালিক ছুটে এসে ঘোড়াটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। উপায় না দেখে তিনি দমকল বাহিনীকে খবর দেন। ঘোড়াটির সামনের ও পেছনের পা গুলো এমনভাবে আটকে ছিল যে দমকল বাহিনী হাজার চেষ্টা করেও কিনারা করতে পারছিল না। অনেক চেষ্টার পর তারা সফল হয়। এই উদ্ধার অভিযানের খবর তারা ফেসবুকে দিয়ে দেয়। তারা স্বীকার করেছেন, ঘোড়াটি প্রায় তাদের লজ্জায় ডুবিয়েছিল। কারণ, এক পর্যায়ে তাদের মনে হয়েছিল কিছুতেই তারা একটিকে উদ্ধার করতে পারবেন না!

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts