Entertainment news - ফের বিতর্কে 'পিকে', আমির-হিরানির বিরুদ্ধে এফআইআর




ফের বিতর্কে 'পিকে',  আমির-হিরানির বিরুদ্ধে এফআইআর



বলিউড তারকা থেকে সাধারণ দর্শক সকলেই ছবিতে মজে থাকলেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না 'পিকে'র। নগ্ন পোস্টার, টিকিটের অতিরিক্ত দামের পর এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠল পিকে বিরুদ্ধে।
হিন্দু ভাবাবেগে আঘাত করার অপরাধে অভিনেতা আমির খান, পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর ও বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন হিন্দু লিগাল সেলের সেক্রেটারি প্রশান্ত পটেল।
অভিযোগে বলা হয়, পিকের কিছু দৃশ্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। দিল্লির চাঁদনি চক এলাকায় দেখানো হয়েছে শিবমূর্তি। যা উচিত্‍ নয়।
অনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুতের মধ্যে দেখানো হিন্দু-মুসলিম সম্পর্ক নিয়েও অভিযোগ করেছেন প্রশান্ত।
টুইটারে এর মধ্যেই তৈরি হয়েছে We Support PK We Boycott pk কমেন্ট।
তবে এত বিতর্কের মাঝেও সারা বিশ্বে ভালই ব্যবসা করছে পিকে। গত ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts