পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গতকাল শনিবার একান্ত বৈঠকের পর মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলিশে আপ্যায়িত মমতা ব্যানার্জি তার রাজ্যের
মানুষের জন্য বাংলাদেশের ইলিশ মাছ না
পাওয়ার প্রসঙ্গ
তুললে তাকে তিস্তা নদীতে পানি সংকটের কথা জানিয়ে দেন শেখ হাসিনা।
শেখ হাসিনার সঙ্গে
মমতার বৈঠকের পর প্রধানমন্ত্রীর তথ্য
উপদেষ্টা ইকবাল
সোবহান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,
মমতা প্রধানমন্ত্রীকে বলেছেন পশ্চিমবঙ্গে
বাংলাদেশের ইলিশ খুব কম পাচ্ছি। জবাবে
প্রধানমন্ত্রী
তাকে বলেছেন, পানি আসলে ইলিশও যাবে।
প্রধানমন্ত্রী
উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান,
মমতার জন্য গণভবনে মধ্যাহ্ন ভোজে ইলিশের পাশাপাশি ছিলো
রসমালাই ও মিষ্টি দই। ভোজের শুরুতেই
স্মোকড ইলিশ (ভাপা
ইলিশ), ওনিয়ন রিং,
ক্যাপসিকাম এবং বন
রুটি ও মাখন পরিবেশন করা হয়। মূলপর্বে কালি জিরা
চালের ভাত, বিভিন্ন সবজি, চিংড়ির মালাইকারি,
রূপচাঁদা ভাজা, ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, ইলিশের ডিম ভাজা, চিতল মাছের কোপ্তা, রুই মাছ,
খাসির রেজালা ও
হাড়ছাড়া মুরগির মাংসের কারি পরিবেশন
করা হয়।
গণভবনে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মানে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যহ্ন ভোজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন
আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,
স্বাস্থ্য মন্ত্রী
মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর,
প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।
‘সংকট নিরসনে বিদেশি সহায়তার
প্রয়োজন নেই’
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
দেশ এখন মানব
সৃষ্ট দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কোন
সাধারণ ঘটনা নয়। এই দুর্যোগ জাতির
স্বাধীনতা, ভাষা ও অস্তিত্বের ওপর আঘাত হানছে। তিনি বলেন,
জাতীয় অর্জন ধরে রাখতে এবং দেশকে সামনে এগিয়ে নিতে ও
জাতির মাথা উঁচু রাখতে পাল্টা আক্রমণ
চালিয়ে এদের
প্রতিরোধ করতে হবে। বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের জন্য একটি শিক্ষা।
অমর একুশে উপলক্ষে
শনিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক
ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। অমর
একুশে ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট রাজধানীতে নিজস্ব মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল
প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ সেলিনা হোসেন। সেমিনারের বিষয় ছিল ‘ভাষা আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস : নারীর প্রজ্ঞা।’
শিক্ষামন্ত্রী
নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে
এই সেমিনারে
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জিন্নাত ইমতিয়াজ আলীও বক্তৃতা করেন।
অনুষ্ঠানে একুশের
অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি’ অনুবাদ করে মারমা, ত্রিপুরা, বম ও ম্রো ভাষায় গাওয়া হয়।
বিএনপি-জামায়াতের
চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য বাংলাদেশ একটি
রোলমডেলে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে তিনি
বর্তমান সংকট নিরসনে বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে উল্লেখ করে বলেন, এ সমস্যা সমাধানে আমরা যথেষ্ট সক্ষম।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এখানে কোন অমানবিক কর্মকাণ্ড সহ্য করা হবে না।