বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার প্রেমের
বিষয়টি বেশ কয়েকদিন ধরে চাউর হতে
থাকলেও মুখে
স্বীকার করেননি দুইজনের কেউই। তবে শেষ পর্যন্ত মুখ খুললেন ‘পিকে’ সুন্দরী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘অ্যাবসুলেট ইন্ডিয়া’কে আনুশকা শর্মা বলেছেন, আমার সঙ্গে বিরাটের একটি সম্পর্ক আছে এবং আমি আমার
সম্পর্ককে সম্মান করি।’
তিনি বলেন,
‘আমি আমার প্রেম
নিয়ে কথা না বলার একমাত্র কারণ হলো,
মানুষ বুঝতে পারে না কোথায় সীমারেখা টানতে হবে।
প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা
খুলে বলার পরও
সবাই যদি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে,
তাহলে আমার ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখানো
হচ্ছে না বলেই মনে করব আমি।’
আনুশকা বলেন, ‘আমি জানি,
আমি কী করছি না
করছি। এসব নিয়ে বলতে চাই না, কারণ এতে করে কাজ থেকে দূরে চলে যেতে হয়।'
ভারত
ক্রিকেট দলের
সহ-অধিনায়ক কোহলি এখন ব্যস্ত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। অন্যদিকে ‘বোম্বে ভেলভেট’, ‘দিল ধাকানে দো’, ও ‘এনএইচ১০’
চলচ্চিত্র নিয়ে এখন মহাব্যস্ত আনুশকা।