মোদীর স্যুট নিলামে দর এক কোটি ৮০ লাখ টাকা




নয়াদিল্লি প্রতিনিধি১৯ ফেব্রুয়ারী, ২০১৫ ইং ০০:৫০ মিঃhttp://www.ittefaq.com.bd/static/version/0.04/images/print.png
মোদীর স্যুট নিলামে দর এক কোটি ৮০ লাখ টাকা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই আলোচিত গাঢ় নীল রংয়ের স্যুট নিলামে উঠেছে। ওই স্যুটে প্রধানমন্ত্রী মোদীর নিজের পুরো নাম অঙ্কিত ছিল। এর দাম উঠেছে এক কোটি ২১ লাখ রুপি যা বাংলাদেশি টাকায় এক কোটি ৮০ লাখ টাকারও বেশি। গতকাল বুধবার গুজরাটের সুরাটে এ নিলাম অনুষ্ঠিত হয়। গঙ্গা নদী শোধনের কাজে নিলামের এই অর্থ দান করা হবে। আগামী শুক্রবার পর্যন্ত নিলাম প্রক্রিয়া চলবে।
নিলামে মোদীর স্যুটসহ বিভিন্ন সময়ে উপঢৌকন হিসেবে পাওয়া তার ৪৫৫টি মূল্যবান দ্রব্যসামগ্রীও স্থান পেয়েছে। সুরাটের ব্যবসায়ী জুনেজা স্যুটের দাম তোলেন এক কোটি ২১ লাখ ভারতীয় রুপি। এর আগে ব্যবসায়ী সুরেশ আগরওয়াল দাম হাঁকেন এক কোটি দুই লাখ রুপি। প্রথমে ৫১লাখ রুপি দাম হাঁকেন বিজেপি নেতা রাজুভাই আগরওয়াল। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় এই স্যুটটি পরেন মোদী।   স্যুটে তার পুরো নাম নরেন্দ্র দামোদারদাস মোদীলেখা ছিল। চিকন ডোরা আকারে সোনালি হরফে লেখা দশ লাখ রুপির এই স্যুটটি পরে দিল্লির হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে বসে চা খান মোদী। তবে এই নিলাম প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, এই নিলাম ক্ষতিকর। তিনি দামী স্যুট পরে গরীবদের উপহাস করেছেন। গত মাসে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ব্রিটেনের তৈরি দশ লাখ রুপির স্যুট পরেছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts