World News - ৪৩ বছর পর স্বামীর শুভবুদ্ধি




যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের এক নারী তার সাবেক স্বামীর পুনরায় বিয়ের প্রস্তাব গ্রহণ করেছেন। ৪৩ বছর আগে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। আর এত বছর পর স্বামীর শুভবুদ্ধির উদয়!
রেনেটা স্টাম্ফ ওয়ালমার্টের একজন কর্মকর্তা। প্রতিদিনের মতো গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা  দিবসেও কাজ করছিলেন অফিসে। কিন্তু হঠাত্ করে কেউ একজন একটা কাগজে তাকে সম্বোধন করে লেখেন, ‘শুভ ভালোবাসা দিবস, তুমি কি আমাকে বিয়ে করবে?’ তত্ক্ষণাত কিছুই ভেবে উঠতে পারেননি স্টাম্ফ। তিনি লেখাটি কার তা জানার চেষ্টা করেন। পরে জানতে পারেন তার সাবেক স্বামী লুইস দেমেত্রিদেস। কিন্তু হঠাত্ করে কী উত্তর দিবেন তা ভেবে পাচ্ছিলেন না স্টাম্ফ। তবে কিছু তো বলতেই হয়। প্রথমে হয়তোনাবলতেই চেয়েছিলেন। এরপর মন পাল্টে উত্তর দিলেন, হ্যাঁ। তবে আজ নয়। স্টাম্ফ জানান, ৪৩ বছর অনেক সময়। ভাবতেই পারিনি এরকম ঘটনা ঘটতে পারে। গত ডিসেম্বরে তাদের তিন সন্তানের একজনকে কেন্দ্র করে দুইজনের মধ্যে যোগাযোগ ঘটে। আর লুইস দেমেত্রিদেস জানান, তিনি ১৪ ফেব্রুয়ারিতে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করেন এবং সেই মোতাবেক ওয়ালমার্টকেই বেছে নেন যেখানে তার সাবেক স্ত্রী কাজ করেন। এরপরই হঠাত্ করেই সিদ্ধান্ত নেন স্টাম্ফকে বিয়ে করার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts