World News - পেঙ্গুইনের জন্মদিন




মানুষের জন্মদিনের মতোই ব্রিটেনে কেক কেটে পেঙ্গুইন পাখির জন্মদিন পালন করা হলো। আফ্রিকান জাতের এই পাখিটির বসবাস ব্রিটেনের উপকূলে।
ব্রিটেনের সবচেয়ে বেশি বয়সের পেঙ্গুইনটির ৩৭তম জন্মদিন পালন করা হয় গত মাসে। দুটি বড় মাছ দিয়ে তৈরি করা হয় কেক। ওই স্থান ফুল দিয়ে সাজানো হয়। এর মাধ্যমে পেঙ্গুইনটি দেশটির ইতিহাসের পাতায় স্থান করে নিল। জন্মদিন পালনে পাখিটি অনেক মানুষ এবং পাখির কাছে হিংসারও কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৭ সালে দেশটির পেইনটন চিড়িয়াখানায় জন্মগ্রহণ করে পাখিটি। ধারণা করা হয়, ইউরোপে সবচেয়ে বয়স্ক পাখি এই পেঙ্গুইন। আফ্রিকান পেঙ্গুইন সাধারণত বনে বাস করলে বিশ বছর পর্যন্ত বাঁচে। ২০০৩ সালে পাখিটিকে উপকূলীয় চিড়িয়াখানায় আনা
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts