এভারেস্টের চূড়ায়
ওঠার পথ পরিবর্তন হচ্ছে
এভারেস্ট পর্বতারোহীদের
নিরাপত্তার কথা বিবেচনা করে চূড়ায় ওঠার পথ
পরিবর্তন করা
হচ্ছে। এভারেস্ট চূড়ায় উঠতে আগে যে পথটি ব্যবহূত হতো তুষার ধসে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতো বলে পথটি পরিবর্তন করা হচ্ছে। খবর বিবিসি’র।
গত বছরে তুষার ধসে
১৬ শেরপার মৃত্যুর ঘটনায় আগের
পথটি বাতিল করেছে
নেপাল সরকার। বেস ক্যাম্পের বাম পাশ থেকে যে রুটটি দিয়ে চূড়ায় যেতো পর্বতারোহীরা সেটি ১৯৯০ সাল থেকে ব্যবহূত হয়ে আসছে। নতুন পথ হিসাবে খুম্বু বেস ক্যাম্পের বরফপ্রপাত
থেকে বামে না গিয়ে মধ্যবর্তী
এলাকাটি ব্যবহার
করা হবে। গত বছরের দুর্ঘটনার পর থেকে শেরপারা অধিক
পারিশ্রমিক ও
সুযোগ সুবিধার দাবিতে পর্বতারোহন বর্জন করেছিলো। এ বছর পর্বত আরোহন মৌসুম শুরুর প্রথম থেকেই এটি কার্যকর করা হবে।
এভারেস্ট অভিযানের রুট নির্ধারণের দায়িত্বে থাকা
সংস্থা ‘সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটি’র চেয়ারম্যান অ্যাং দর্জি শেরপা বলেন, ‘খুম্বু বরফপ্রপাতের বাম পাশে
তুষার ধসের ঝুঁকি
বাড়ছে। তাই পথটি আমরা মাঝ বরাবর সরিয়ে নিচ্ছি। সেখানে এ ধরনের বিপদের ঝুঁকি খুব কম। এই কেন্দ্রীয় রুটটি নতুন না। দুই দশক আগেও এই পথটি ব্যবহার করতেন পর্বতারোহীরা। কিন্তু
৯০ দশকে ঐ রুটটি পরিবর্তন করে
বর্তমানের পথটি
ব্যবহার করা শুরু হয়। এই পথটি দিয়ে শিখরে ওঠা অপেক্ষাকৃত সহজ এবং পথটিও সংক্ষিপ্ত। এমনকি অনভিজ্ঞ পবর্তারোহীরাও এ পথটি দিয়ে সহজে শিখরে উঠতে পারতেন।