চলতি বছর গুগলে বাংলাদেশের সাত জনের
চাকরি নিশ্চিত হয়েছে। এদের মধ্যে একজন মেয়ে। নাম সাদিয়া নাহরীন। পড়ছেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কক্সবাজারের এই কৃতী সন্তানকে নিয়ে
লিখেছেন মোবাশ্বেরা জাহান
স্নাতক পর্যায় থেকে সরাসরি গুগলে
বাংলাদেশের কোনো মেয়ে হিসেবে সাদিয়া প্রথম সুযোগ পেলেন। সাদিয়ার বাড়ি
কক্সবাজারে। বেড়ে উঠেছেন ঢাকায়। হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি
আর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৯ সালে ভর্তি হন বাংলাদেশ
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার-কৌশল বিভাগে। চলতি বছরের
মাঝামাঝি সাদিয়ার স্নাতক শেষ হবে। তার পরেই পাড়ি জমাবেন গুগলে।
সাদিয়া বলেন, ‘গুগলে কাজের ক্ষেত্র অনেক বড়। নিজের মেধার পূর্ণ ব্যবহার
করা যাবে ওখানে। তাছাড়া এবারই প্রথমবারের মতো অনলাইনে চারটি পরীক্ষা নিয়েছে
গুগল। তিনি বলেন, ‘এবার যারা গুগলে সুযোগ পেয়েছেন, তাদের সবাই প্রোগ্রামিং
প্রতিযোগিতায় অংশ নেন। আমরা এই পরিবেশের সঙ্গে আগে থেকেই পরিচিত।
নির্দিষ্ট সময়ে সেরা সমাধানটা দেয়ার অনুশীলনে আমরা অভ্যস্ত।’ স্কুল-কলেজে
গান করলেও প্রোগ্রামিংয়ে হাতেখড়ি বুয়েটে এসে। সাদিয়ার বাবা ফরিদ আহমেদ
আখতার এবং মা ফৌজিয়া রহমান। এই দম্পতির দুই সন্তানের মধ্যে বড় সাদিয়া।