ওমানে
একটি কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময়
বুধবার ভোররাতে বুরাইমিতে একটি প্লাস্টিকের আসবাব কারখানায় আগুন লাগলে চার
বাংলাদেশিসহ ছয় জন মারা যায়। টুইটার বার্তায় দেশটির সিভিল ডিফেন্স
কর্তৃপক্ষ কারখানায় অগ্নিকাণ্ডে ছয় জন নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার
করেছে।
দেশটির রাজধানী
মাসকাটে বাংলাদেশ দুতাবাসের একজন কর্মকর্তা ওমান টাইমসকে জানিয়েছেন, সোফা
তৈরির কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চার জন বাংলাদেশি ও
দুইজন পাকিস্তানি নাগরিক। তবে আহত অপর ব্যক্তি কোন দেশের সে সম্পর্কে
নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাংলাদেশ দুতাবাস একটি নির্ভোরযোগ্য সূত্রে এই
খবর জানতে পেরেছে বলেও ওমান টাইমসের খবরে উল্ল্যেখ করা হয়েছে। তবে নিহতদের
পরিচয় উল্লেখ করা হয়নি।