Fashion news - যেমন সে হারখানি...

রঙচঙে বাহারি নেকলেস এখন চলছে বেশ

     
 





সাজে আসছে নতুনত্ব। পরিবর্তনের হাওয়া লেগেছে গয়নার নকশাতেও। একটা সময় বড় হার তোলা থাকত শুধু বড় অনুষ্ঠানে র জন্যই। আজকাল অবশ্য রোজকার জীবনেই বড় হার বা নেকলেস পরছেন অনেকে। গরম গরম চা-কফির আয়োজন বা ব্যস্ত সময়ের ফাঁকে হঠাৎ আড্ডা, যেকোনো সময়েই চলতে পারে বড় নেকলেস।
নিত্যদিন এই গয়না
উপস্থাপক ও মডেল আজরা মাহমুদ জানালেন প্রতিদিনকার প্রয়োজনে বাইরে বেরোনোর সময়ও তাঁর সঙ্গী বড় নেকলেস। সময়ের সঙ্গে ফ্যাশনটা বদলায়, তবে এখন বাহারি রঙের এসব বড় নেকলেসই পছন্দ তাঁর।
কেমন সে হার
বড় নেকলেস তো হতে পারে নানান রকমেরই। তবে এখন ট্রেন্ড পশ্চিমা ধাঁচের নেকলেসের। বিভিন্ন জ্যামিতিক আকারের ব্যবহার হচ্ছে এখনকার নেকলেসে। ধাতব নেকলেসে রয়েছে বৈচিত্র্য। দারুণ সব নকশাকাটা ধাতব নেকলেস এখন চলছে বেশ।
আকার আর উপাদানেও বেশ বৈচিত্র্য রয়েছে এখনকার নেকলেসগুলোরএ ছাড়া হরেক রঙের পাথর তো থাকছেই। চিরায়ত আকৃতির বাইরে অন্য আকৃতির পাথরও রয়েছে। মুক্তা বা মুক্তা আকৃতির পাথরের তৈরি গয়নাও চলছে বেশ। মূল একটি চেইনের বদলে একাধিক চেইনও দেখা যাচ্ছে নেকলেসগুলোতে। মোটা আর সরু চেইনের সংমিশ্রণও চোখে পড়ছে। তরুণীরা বড় বড় পাথর ঝোলানো হারও পরছেন আজকাল। একটু আলাদা ধরনের নকশা করা পয়সার ব্যবহারও থাকছে নেকলেসে।
চওড়া নেকলেসও চলছে বেশ। কোনো নেকলেস দেখতে হয়তো একটা চাঁদের মতো, বড় বড় কয়েকটি অংশ মিলিয়ে তৈরি এমন চাঁদের আকারের নেকলেসও পরতে পারেন। ফুল, পাতা বা প্রজাপতির নকশায় তৈরি নেকলেসও পছন্দ করছেন অনেকে। সাদা, কালো, মেরুন, নীল, সবুজ, গোলাপিসহ নানান রঙের বড় নেকলেস পাওয়া যাচ্ছে গয়নার দোকানগুলোতে। এ ছাড়া বিকিকিনির ওয়েবসাইট বা নানা ফেসবুক পেজের মাধ্যমেও কিনতে পারেন মনের মতো নেকলেস।
ফ্যাশন ডিজাইনার মাহিন খান জানালেন একটি, দুটি বা তিনটি স্তরের নেকলেস পরা যেতে পারে। চলতে পারে ভিন্ন ভিন্ন লেয়ার পেঁচিয়ে তৈরি করা নেকলেসও।
আরবান ট্রুথ বিপণন দলের কাছ থেকে জানা গেল, ২০১৩ সালে প্রথম এ ধরনের নেকলেস আনেন তাঁরা। বিশ্বজুড়ে যেমনটা চলছে, সে ধরনের বড় নেকলেস বা স্টেটমেন্ট পিস রয়েছে সেখানে।
আকার আর উপাদানেও বেশ বৈচিত্র্য রয়েছে এখনকার নেকলেসগুলোর মডেল: ঝুমুর পোশাক ও অনুষঙ্গ: আরবান ট্রুথ সাজ: ফিগারিনা ছবি: কবির হোসেন 
যত অনুষঙ্গ
মাহিন খান বলেন, ‘যখন কোনো একটি গয়নাকে প্রাধান্য দিতে চাওয়া হয়, তখন আনুষঙ্গিক গয়না একটু ছোটখাটো হওয়া উচিত।’ কানের দুল কিংবা হাতের আংটি সবই হতে হবে একটু সাধারণ গোছের, এতে হারটাই আলাদা করে চোখে পড়বে। এমনকি আপনার সঙ্গে যে ক্লাচব্যাগটি থাকবে, সেটিও যেন খুব বেশি জমকালো না হয়।
আজরা মাহমুদও মনে করেন তেমনটাই। তিনি জানান, বড় নেকলেস পরলে তিনি যে ব্যাগটা নেন, সেটিও হয় বেশ সাধারণ। বড় নেকলেসের সঙ্গে ঘড়িও পরেন না তিনি।
যেমন পোশাক চাই
পোশাকে প্রাচ্যের ঢং থাকুক বা পাশ্চাত্যের, বড় নেকলেসের সঙ্গে মানানসই হতে হলে পোশাকটা হওয়া চাই একটু সাদামাটা। আরবান ট্রুথ থেকে জানা গেল, সাধারণ টপের সঙ্গে পরা যেতে পারে বড় নেকলেস বা স্টেটমেন্ট পিস। মাহিন খান জানালেন, পশ্চিমা পোশাকের পাশাপাশি শাড়ির সঙ্গেও মানিয়ে যাবে বড় নেকলেস।
অনুষ্ঠানেও চলতে পারে
বড় নেকলেস যেমন চলছে বন্ধুদের আড্ডায়, তেমনি চলছে পার্টিতেও।
আকার আর উপাদানেও বেশ বৈচিত্র্য রয়েছে এখনকার নেকলেসগুলোর মডেল: ঝুমুর পোশাক ও অনুষঙ্গ: আরবান ট্রুথ সাজ: ফিগারিনা ছবি: কবির হোসেন 
বড় নেকলেসের খোঁজে
আরবান ট্রুথ, কে জেড, জেমস গ্যালারি, লা বেলা স্টুডিওতে পাবেন বড় নেকলেস। অন্যান্য গয়নার দোকানেও খোঁজ নিতে পারেন। চাইলে ওপাল ফ্যাশন ওয়্যার, ড্যাজলিং ফ্যাশন অ্যান্ড অ্যাকসেসরিজ বাংলাদেশ, প্রিয় শপসহ অন্যান্য অনলাইন শপ থেকেও কিনতে পারেন বড় নেকলেস। নকশাভেদে এসব নেকলেসের দাম পড়বে ৫০০ থেকে চার হাজার টাকা।
আকার আর উপাদানেও বেশ বৈচিত্র্য রয়েছে এখনকার নেকলেসগুলোর
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts