Entertainment news - অস্কার: সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’



অস্কার: সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা অ্যানিমেটেড ছবির বিভাগে ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’কে হটিয়ে পুরস্কার জিতলো ডন হল ও ক্রিস উইলিয়ামস পরিচালিত ‘বিগ হিরো সিক্স’। এর গল্পে দেখা যায়, হিরো হামাদা ও বিশাল রোবট বেম্যাক্স মুখোশধারী এক ভিলেনকে শায়েস্তা করতে সুপারহিরো দল গড়ে তোলে।
অ্যানিমেটেড ছবির বিভাগে এবার ফেভারিট ভাবা হচ্ছিলো ডিন ডিব্লয়েস পরিচালিত ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’ ছবিটিকে। ব্রিটিশ ঔপন্যাসিক ক্রেসিডা কাওয়েলের গ্রন্থ অবলম্বনে নির্মিত এ ছবিতে তুলে ধরা হয়েছে তরুণ ভাইকিংয়ের রোমাঞ্চকর কাহিনী। অ্যানি অ্যাওয়ার্ডসের ৪২তম আসরে সেরা ছবি-সহ সর্বাধিক ছয়টি শাখায় পুরস্কার জিতে অস্কারজয়ের দৌড়ে এগিয়ে ছিলো এটি। এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড ছবির সম্মান পেয়েছে ড্রিমওয়ার্কসের ছবিটি। এর প্রথম পর্ব তৈরি হয় ২০১১ সালে। ওটাও অ্যানি অ্যাওয়ার্ডস জিতেছিলো। কিন্তু ওইবার ‘টয় স্টোরি থ্রি’র কাছে অস্কার খুঁইয়েছিলো ছবিটি। এবারও একই পরিণতি হলো!
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি প্রচার হচ্ছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts