শিশুদের পৃথিবীটাই যেন রঙিন। রঙিন জামা, রঙিন জুতা পরে খুশিমনে থাকবে শিশুরা, এই আমাদের চাওয়া। রঙিন জামা-জুতার পাশাপাশি চুলের ব্যান্ড আর ক্লিপের রংও রাঙিয়ে তোলে শিশুর মন। চুল বাঁধা নিয়ে নানান বায়না তো আছেই ছোট্টমণির। একটু অন্যরকম করে চুল বেঁধে দিলে আর ফুল, প্রজাপতি বা অন্য কোনো আকৃতিতে তৈরি ক্লিপ চুলে লাগিয়ে দিলে খুশি হবে সে।
ছোট্ট শিশুর চুল প্রসঙ্গে মিউনিস ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, শিশুর চুল বেঁধে দেওয়ার সময় অবশ্যই তার আরামের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর শিশুদের চুলের জন্য রং-বেরঙের ব্যান্ড ও ক্লিপ ব্যবহার করা যেতে পারে।
রঙে বৈচিত্র্য
পোশাকের সঙ্গে মিলিয়েই যে চুলের ব্যান্ডের রং হতে হবে, এমনটা নয়। বরং পোশাকের রং যেমনই হোক না কেন, নানান রঙের বৈচিত্র্যময় চুলের ব্যান্ড পছন্দ করবে শিশু।
বেণির গাঁথুনি
যেসব শিশুর চুল একটু লম্বা, তাঁদের একাধিক বেণি করে দিতে পারেন। বেণিতে ব্যবহার করতে পারেন নানান রঙের ফিতা। বেণির নিচটা বেঁধে দেওয়ার সময় ব্যবহার করতে পারেন দারুণ সব রঙের হেয়ারব্যান্ড।
শুধু মাথার সামনের দিক থেকে চুল নিয়েও বেণি করে দিতে পারেন শিশুকে। সামনে থেকে চুল নিয়ে অনেকগুলো বেণি করে দিতে পারেন এ ক্ষেত্রে। আর প্রতিটি বেণিতে আলাদা আলাদা রঙের হেয়ারব্যান্ডও ব্যবহার করা যেতে পারে।
ফ্রেঞ্চ বেণিও শিশুদের উপযোগী। আবার বেশ কটি সাধারণ বেণি করে সেগুলোকে একসঙ্গে বেঁধেও দিতে পারেন। তবে স্কুলে যাবার সময় সাধারণভাবে দুটি বেণি করে দিলে সারাটা দিন আরামে থাকবে শিশু।
শিশুর চুলে পনিটেইল
শিশুর চুল পনিটেইল করেও বেঁধে দিতে পারেন। এটি শিশুর জন্য স্বস্তির। পনিটেইল বাঁধার জন্য রঙিন ফিতা বা হেয়ারব্যান্ড যেকোনোটাই ব্যবহার করা যেতে পারে। আর পনিটেইল করার সময় সামনের অংশের চুলগুলোতে আটকে দিতে পারেন রঙিন ক্লিপও।
তা ছাড়া সব চুল একপাশে এনেও পনিটেইল করে বেঁধে দিতে পারেন। এ ক্ষেত্রে কিছু চুল নিয়ে বো-ক্লিপের মতো করে সেট করেও দেওয়া যেতে পারে। আর শিশুর যদি অস্বস্তি না হয়, তাহলে চুলটা কখনো কখনো খোলাও রাখা যেতে পারে। চাইলে কখনো আবার চুলগুলোকে একটু পেঁচিয়ে নিয়েও খোলা রাখা যেতে পারে।
ছোট্টমণির ছোট্ট চুলে
ছোট চুলে বেিণ বা পনিটেইল করা না গেলেও ঝুঁটি বেঁধে দিতে পারেন। তিন-চার বছরের শিশুর ছোট চুলে একাধিক ঝুঁটিও মানিয়ে যাবে বেশ।
ছোট চুলে লাগানো যেতে পারে ক্লিপ। আবার চুল আঁচড়ে নিয়ে মাথার সামনের দিকে একটি বড় ব্যান্ড দিয়ে সম্পূর্ণ চুলটা আটকেও রাখা যেতে পারে।
বাহারি ক্লিপ, বাহারি ব্যান্ড
ফুল, প্রজাপতি, গুবরে পোকাসহ মজার মজার সব আকৃতির ক্লিপ কিনে দিতে পারেন শিশুকে। নানান রঙের হেয়ারব্যান্ডও রয়েছে ওদের জন্য। বিভিন্ন কার্টুন আর চকলেটের ডিজাইনের ব্যান্ডও কিনে দিতে পারেন ওকে।
পুঁতির ব্যবহার
শিশুর চুলে অনেকগুলো বেিণ করে দিলে বেিণতে পুঁতি লাগিয়ে দিতে পারেন। আবার চুল সামান্য পেঁচিয়ে নিয়ে সাজাতে চাইলেও মানিয়ে যাবে পুঁতি।
শিশুর আরাম
যে শিশু যেমনটা চায়, তাকে তেমনভাবেই চুল বেঁধে দিতে চেষ্টা করুন। আর শিশু যদি বেশ চঞ্চল হয়, সে ক্ষেত্রে তাকে এমনভাবে চুল বেঁধে দিতে হবে, যেন ছোটাছুটিতে তার চুল খুলে না যায়। আর যেভাবেই চুল বাঁধা হোক না কেন, সেটিতে তাকে শুধু দেখতে ভালো লাগলেই চলবে না। বরং এভাবে চুল বেঁধে দেওয়ার পর শিশুটি সম্পূর্ণ আরামে আছে কি না, সেদিকে লক্ষ রাখতে হবে।