চুলের সাজে তাজা ফুলের ব্যবহার তো চলে আসছে সেই আদিকাল থেকেই, মাঝে কিছুদিন শুকনো ফুল দিয়েও চুল সাজিয়েছেন অনেকে। তবে কি কেবল ফুলেই সীমাবদ্ধ থাকবে চুলের সাজ? হেয়ার স্টাইলে এখন পাথর, মুক্তা আর বিভিন্ন রকম অর্নামেন্টাল হেয়ার ব্যান্ডেরও ব্যবহার দেখা যাচ্ছে।এটিও অবশ্য পুরোনো ঢংই বলা যায়, ফিরে এসেছে নতুন রূপে। আগে যেমন শুধু খোঁপাতেই ব্যবহার হতো এখন তা দেখা যাচ্ছে বেণি, ঝুঁটি এমনকি খোলা চুলেও।
পশ্চিমা ফ্যাশনধারায় বিয়ের সাদা গাউনের সঙ্গে মুক্তা বা পাথর দিয়ে চুল সাজানোর চল বেশ। কয়েক দশক আগে আমাদের দেশেও কনের চুল বাঁধায় এর ব্যবহার ছিল। এখন পার্টি সাজে এই ধারা ফিরেছে।
কথা হলো রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সঙ্গে। তিনি জানালেন, খোঁপা করে তাতে গুঁজে দিতে পারেন সাদা পাথর অথবা কৃত্রিম মুক্তা। সাদা রঙের সুবিধা হলো এটি সব রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। সামনের দিকে চিকন অনেকগুলো বেণি করে তার ফাঁকে ফাঁকেও ব্যবহার করা যেতে পারে এই ধরনের চুলের অনুষঙ্গ। ঢিলেঢালা বেণি করে অথবা পাটি বেণি করেও বসানো যেতে পারে পাথরের বা মুক্তার কাঁটা। লম্বা কামিজ বা গাউনের সঙ্গে মেসি ধাঁচে খোঁপা করে তাতে গুঁজতে পারেন এগুলো। তবে মুক্তা বা পাথর
খুব ঘন করে লাগালে দেখতে ভালো লাগবে না।
শাড়ির সঙ্গে বেণি করে ঐতিহ্যবাহী সাজ দিতে চাইলে অনেকে ধাতব টারসেল ব্যবহার করতে পারেন। আজকাল গায়েহলুদের অনুষ্ঠানে কনে এবং অন্য মেয়েদেরও এ ধরনের টারসেল ব্যবহার করতে দেখা যাচ্ছে। নৃত্যশিল্পী শ্রীমন্তি পূজা সেনগুপ্ত জানালেন শাস্ত্রীয় নাচে চুলের সাজে খোঁপায় এ ধরনের অনুষঙ্গ ব্যবহার করা হয়। নাচের অনুষ্ঠান ছাড়াও তিনি মাঝেমধ্যে কাঞ্জিভরম শাড়ির সঙ্গে চুলের সাজে এগুলো ব্যবহার করে থাকেন। তবে তা নিভর্র করে অনুষ্ঠানের ধরনের ওপর। চুলে ফুল আর এ ধরনের অনুষঙ্গ একসঙ্গে ব্যবহার না করাই ভালো, কারণ তাহলে খুব জবরজং দেখাবে।
মেয়েরা এখন চুলের সাজে এলোমেলো ভাবটাই বেশি পছন্দ করেন, বললেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। আধুনিক সাজ-পোশাকের সঙ্গে পুরনো রোমান বা গ্রিক স্টাইলে চুল বেঁধে তার ফাঁকে ফাঁকে পাথর ও মুক্তার কাঁটা বসানো যেতে পারে।
অভিনেত্রী বাঁধনকে প্রায়ই চুলে ছোট ছোট পাথর এবং মুক্তা ব্যবহার করতে দেখা যায়। বাঁধন জানান, পোশাক এবং গয়না খুব ভারী না হলেই তিনি চুলের সঙ্গে এগুলো ব্যবহার করেন। ছিমছাম নকশার শাড়ির সঙ্গে সাজে জমকালো ভাব আনার জন্য চুলে এগুলো ব্যবহার করেন তিনি।
ইদানীং বাজারে নানা রকম পাথরের ব্যান্ড ও ক্লিপের পাশাপাশি কিনতে পাওয়া যাচ্ছে ফুলের সঙ্গে ছোট দুটি বা একটি পালক দেওয়া ক্লিপ। খোঁপা করে এমন একটি ক্লিপ লাগিয়ে নিলেও সুন্দর দেখাবে। আর ঐতিহ্যবাহী সাজের সঙ্গে বেণিতে ধাতব টারসেল, খোঁপায় মুক্তার কাঁটা বা ঝুমকা লাগাতে পারেন। ঢাকার গাউসিয়া মার্কেট এবং বিভিন্ন সুপার শপে এ ধরনের ক্লিপ ও কাঁটা কিনতে পাওয়া যাবে। সুবিধামতো ক্লিপ বা কাঁটা দিয়ে ঘরে বসেও খুব সহজে এ রকম হেয়ার স্টাইল করতে পারেন। আলগা মুক্তা কিনে তা কাঁটায় ভরেও চুলে লাগানো যায়।