Home decoration news - অন্দর সাজাতে...


     





ঈদকে সামনে সাজপোশাকের পাশাপাশি অনেকে কিনছেন ঘরের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। বেডশিট, বেড কভার, বালিশের ওয়াড়, কুশন কভার, দরজা-জানালার পর্দা—কী নেই তালিকায়! জেনে নেওয়া যাক কোথায়, কেমন জিনিস পাওয়া যায় আর এগুলোর জন্য খরচই বা পড়বে কেমন—
যাত্রা
ফ্যাশন হাউস যাত্রায় পাবেন বিভিন্ন ফুলের রং ও ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি করা কুশন কভার। পদ্ম, জবা, কলমি, অপরাজিতাসহ নানা রকম ফুলকে কেন্দ্র করে তৈরি করা এসব কুশন কভার আপনার ঘরে এনে দেবে প্রকৃতির ছোঁয়া। ব্লক, টাইডাই ও স্ক্রিনপ্রিন্টের কাজ করা কুশন কভার রয়েছে এখানে। লাল, সবুজ, কালো, খয়েরিসহ নানা রঙের মিশেলে তৈরি কুশন কভারও পাবেন। গামছার ডিজাইনের সঙ্গেও কুশন কভারে রয়েছে টাইডাইয়ের কাজ। আর ঐতিহ্যবাহী রিকশা আঁকা কুশন কভার তো রয়েছেই।
কোনো কোনো পর্দার সুতি কাপড়ে স্ক্রিনপ্রিন্টের ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে রিকশাচিত্র। তাঁতের কাপড়ে তৈরি বেড কভারও মিলবে এখানে।
কুশন কভারের দাম পড়বে ৫০০-৭০০ টাকার মধ্যে। পর্দা পাবেন ৯৬০-২২০০ টাকায়। আর বেড কভারের দাম ১৮০০-৩০০০ টাকা।
.ক্লাসিক্যাল হোম টেক্সবেড শিট, বেড কভার, কুশন কভার, পর্দা, ঘরের মেঝেতে বিছানোর ম্যাটসহ বিভিন্ন সামগ্রী পাবেন এখানে। এখানকার পণ্যগুলোর নকশায় রয়েছে ফুলের প্রাধান্য। একজনের বিছানায় ব্যবহারের উপযোগী বেডশিটের দাম শুরু ৪৯০ টাকা থেকে। বড় বিছানার জন্য বেডশিটের দাম শুরু ৬৯০ টাকা থেকে। ডিজাইনভেদে বেডশিটের দাম পড়তে পারে ২০৫০ টাকা পর্যন্ত।
বেড কভারের দাম ১৬৫০-৩৫০০ টাকার মধ্যে। বালিশের ওয়াড়ের দাম পড়বে ৫৫০-৪০০০ টাকা। কুশন কভার প্রতিটির দাম ১৪৫-৫৮০ টাকার মধ্যে। প্রতিটি পর্দার দাম পড়বে ৬২৫-৪৯০০ টাকার মধ্যে। আকারভেদে ঘরের মেঝের ম্যাটের দাম পড়বে ৪৫৫-৬২৫০ টাকা।
.আড়ংএখানে কুশন কভারের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। কুরুশকাঁটার কাজের কুশন কভার যেমন রয়েছে, তেমনি রয়েছে আয়না বসানো কভারও। কিছু কুশন কভার আবার শীতলপাটির সঙ্গে কাপড় মিলিয়ে তৈরি করা হয়েছে।
বেডশিট ও বেড কভারে আছে বিভিন্ন রঙের ব্যবহার। বড় টেবিলের জন্য কুরুশকাঁটার তৈরি ম্যাট রয়েছে এখানে। ডাইনিং টেবিলে বিছানোর জন্য লম্বা ম্যাটও রয়েছে, যা তৈরিতে বাঁশের ব্যবহার করা হয়েছে।
আকার ও ডিজাইনভেদে প্রতিটি কুশন কভারের দাম পড়বে ২৫০-৭৫০ টাকার মধ্যে। কুরুশকাঁটার টেবিলম্যাটের দাম পড়বে ১২০০-১৩০০ টাকা। লম্বা টেবিল ম্যাটের দাম পড়বে ৩০০-৮৫০ টাকা।
কে ক্রাফটউজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে এখানকার পণ্যগুলোতে। ব্লকপ্রিন্ট এবং টাই-ডাই-বাটিকও ব্যবহার করা হয়েছে এসব পণ্যে।
এখানে ১৫০০-৪৫০০ টাকার মধ্যে পাবেন বেড কভার। বালিশের ওয়াড় পাবেন ৩০০-৫০০ টাকার মধ্যে। প্রতিটি পর্দার দাম পড়বে ৭০০-১৬০০ টাকা।
নিউমার্কেটনিউমার্কেটের বিভিন্ন দোকানে বেডশিট পাবেন ৫৫০-২২০০ টাকার মধ্যে। কুশন কভারের দাম পড়বে ১২০-৬০০ টাকা। প্রতিটি পর্দার দাম পড়বে ১৭০-১২০০ টাকার মধ্যে। ড্রয়িং রুমে কাঁচের টেবিল থাকলে সেটির জন্য এখান থেকে নিতে পারেন নকশা করা টেবিলম্যাট, যা পাবেন ১৫০ টাকার মধ্যেই। ৬ চেয়ারের ডাইনিং টেবিলের জন্য রেক্সিন কিনতে গেলে খরচ পড়বে ২৫০-৪০০ টাকা। চাইলে নকশা করা নেটও বিছাতে পারেন ডাইনিং টেবিলে, এগুলোর দাম পড়বে ৩০০-৫৫০ টাকা। ডাইনিং টেবিল সাজাতে পারেন ছোট ছোট ম্যাটে। এসব ম্যাটের দাম পড়বে ১৪০-৩৮০ টাকার মধ্যে।
চাইলে পছন্দসই কাপড় কিনে তা দিয়ে বেডশিট ও বালিশের ওয়াড় বানিয়ে নিতে পারেন নিউমার্কেট বা নীলক্ষেত থেকে। প্রতিটির জন্য মজুরি লাগবে ৩০-৫০ টাকা। তবে নিউমার্কেট থেকে বেডশিট-বালিশের ওয়াড় বানিয়ে নিয়ে ঈদের দিন তা দিয়ে ঘর সাজাতে চাইলে অবশ্যই আপনার কাজটির জন্য অর্ডার দিতে হবে ঈদের অন্তত ১০ দিন আগে।
অন্যান্য
ফ্যাশন হাউসগুলোর বিভিন্ন শোরুমে যেমন পাবেন এসব পণ্য, তেমনি ঢাকার বসুন্ধরা সিটিসহ অন্যান্য শপিং সেন্টারগুলোর বিভিন্ন দোকানেও পেতে পারেন এগুলোর খোঁজ। রং আর ডিজাইনে এসব দোকানের পণ্যগুলোও যুগোপযোগী।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts