কানাডায়
তিনটি শহীদ মিনারের প্রস্তুতি চলছে। তার মধ্যে বাংলাদেশ প্রেসক্লাব অব
মন্ট্রিয়েল উদ্যোগে মন্ট্রিয়েল শহীদ মিনারের নকশা চূড়ান্ত করা হয়েছে বলে
খবরে প্রকাশ। এই শহীদ মিনার নির্মাণ করা হবে ভ্যানহর্ন পার্কে। সিটি অব
মন্ট্রিয়েল শহীদ মিনারের জন্য এই স্থান নির্বাচন করেছে। এটি রাষ্ট্রপতি
আবদুল হামিদের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
এদিকে
টরন্টোতে আরো দুইটি শহীদ মিনার তৈরি হবে বলে বাংলাদেশ দূতাবাসের হাই
কমিশনার কামরুল আহসান জানিয়েছেন। এর মধ্যে একটি মোহাম্মদ আলী বোখারী
নেতৃত্বে ১৯৬৭ এলড্র মেয়র রোডস্থ কনফেডারেশন পার্কে আর অন্যটি টরন্টোস্থ
বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থের ক্রিসেন্ট টাউন সংলগ্ন টেলর ক্রিক
পার্কে হবে। এই শহীদ মিনার নির্মাণে স্থানীয় এম পি ম্যাথিও কলওয়ে সহযোগিতা
করছেন।
উল্লেখ্য,
ভ্যাঙ্কুভারের বিয়ার ক্রিক পার্কে ২০০৯ সালের ১১ জুলাই ভাষা আন্দোলনের
প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ‘লিঙ্গুয়া অ্যাকুয়া’ নামে জলের স্মৃতি সৌধ
নির্মিত হয়েছে