ঢালিউড
অ্যাওয়ার্ড। শো-টাইম মিউজিকের ব্যানারে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের
জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম। যে অনুষ্ঠানে বিদেশের মাটিতে
বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। তেমনি প্রিয় শিল্পীরাও
প্রবাসীদের মন জয় করেন তাদের সেরা পারফরমেন্স দিয়ে। প্রতিবছরের মত এবারো
নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে বসছে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৪তম আসর।
আগামী ৫এপ্রিল অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশের কিংবদন্তী রুনা লায়লাসহ একঝাঁক
তারকা শিল্পীর উপস্থিতি ঘটবে বলে জানিয়েছেন শো-টাইম মিউজিকের কর্ণধার
আলমগীর খান আলম।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম জানান, প্রতি বছরের মত এবারো ৩২জন সঙ্গীত
ও অভিনয় শিল্পীকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া কমিউনিটিতে বিশেষ
অবদানের জন্য চারজন ব্যক্তি বা প্রতিষ্ঠানও থাকছে অ্যাওয়ার্ডের তালিকায়।
আলমগীর খান জানান, এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ কিংবদন্তী রুনা লায়লাসহ
ঢাকা থেকে আসবেন সঙ্গীত শিল্পী আসিফ, ন্যান্সি, আরফিন রুমী, হৃদয় খান,
পড়শী, ইমরান, দিনাত জাহান মুন্নী, মডেল ও অভিনেতা জায়েদ, আরফিন শুভ,
অপূর্ব, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নাদিয়া, তিশা, জয়া এবং এ প্রজন্মের
হার্টথ্রুব মডেল নায়লা নাঈমসহ অনেকে। আলমগীর খান বলেন, প্রতিবছর যাদের নাম
ঘোষণা করা হয় তাদের শতভাগই উপস্থিত থাকেন ঢালিউডআসরে। এবারো তার ব্যত্যয়
ঘটবে না বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আলমগীর খান আলম আরো
জানান, পাঠক ও দর্শকরাই ঢালিউড অ্যাওয়ার্ডের সেরা শিল্পী নির্বাচন করেন।
অনলাইনে ঢালিউড অ্যাওয়ার্ড ডটকম-এর মাধ্যমে এই জরিপ অনুষ্ঠিত হয়। তিনি
জানান, এই প্রথম জরিপকারীদেরও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিপকারীদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে।
ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন ৫ এপ্রিল কমিউনিটিতে অন্য কোনো অনুষ্ঠান
আয়োজন না করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আলমগীর খান আলম।
তিনি বলেন, সবার সহযোগিতা পেলে ১৪তম এ আসরটিও শতভাগ সফল হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. রফিক আহমেদ, রাহিদ
মান্নান লেলিন, জাহিদ হোসাইন, আব্দুল কাহির সেতু ও আল-আমিন হৃদয়।