তিরস্কারের
পুরস্কারে ভূষিত হলো সুপার ফ্লপ সিনেমা 'হামসকলস'।
ভারতীয় গণমাধ্যম
জানায়, বলিউডে বছরের সবচেয়ে খারাপ
পারফরম্যান্সের জন্য ট্রফি হিসেবে ‘স্বর্ণের কলা’ পুরস্কার দেয়া হয়। সপ্তম ‘গোল্ডেন কলা অ্যাওয়ার্ডে’ মোট পাঁচটি বিভাগে মনোনয়ন পেল 'হামসকলস'। মুক্তির পর থেকেই চরম সমালোচিত হয় সাইফ, রীতেশ ও রাম কাপুর অভিনীত এই সিনেমা।
সমালোচকরা তো বটেই
সিনেমাটি উপভোগ করা অধিকাংশ দর্শকও গত দশ বছরে বলিউডের সবচেয়ে খারাপ সিনেমাগুলির তালিকায় এটি প্রথম দিকে থাকবে বলে মন্তব্য করেন।
'হামসকলস'-এর পাশাপাশি অজয় দেবগানের 'অ্যাকশন জ্যাকসন' সিনেমাটিও এবারের 'গোল্ডেন কলা অ্যাওয়ার্ড' চারটি বিভাগে মনোনীত হয়েছে। বছরের সবচেয়ে
জঘন্য সিনেমার মনোনয়নে 'হামসকলস'-এর পাশাপাশি আছে সালমান খানের কিক, শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার', হৃতিক রোশনের 'ব্যাং ব্যাং', অজয় দেবগনের 'অ্যাকশন জ্যাকসন'।
মজার ব্যাপারটি
হলো 'হামসকলস'
ছাড়া 'গোল্ডেন কলা'য় জঘন্য হিসেবে মনোনয়নে থাকা সব সিনেমা
বক্স অফিসে সুপার হিট হয়েছে।
গতবারের মতো এবারও
'গোল্ডেন কলা'য় বছরের সবচেয়ে খারাপ অভিনেত্রীর জন্য
মনোনীত হয়েছেন
সোনাক্ষি সিনহা ('অ্যাকশন জ্যাকসন', 'লিঙ্গা', 'হলিডে')।
সোনাক্ষির সঙ্গে
লড়াই ক্যাটরিনা (ব্যাং ব্যাং), সোনম কাপুর (বছরে যা করেছেন সব কিছুর জন্য), জ্যাকলিন ফার্নান্ডেজ (কিক), তামান্না ভাটিয়া (এন্টারটেনমেন্ট)
সবচেয়ে খারাপ
পরিচালকের তালিকায় রয়েছেন প্রভু
দেবা ('অ্যাকশন জ্যাকসন'), রোহিত শেঠি (সিংহম রির্টানস), সাজিদ নাদিয়াওয়ালা (কিক),
সিদ্ধার্থ আনন্দ
(ব্যাং ব্যাং)।
আম জনতার মুখে
মুখে ঘুরলেও বছরের সবচেয়ে বিরক্তিকর গানের
তালিকায় ঠাঁই পেয়েছে 'ব্লু হ্যায় পানি পানি' ('ইয়ারিঁয়া'),
'বেবি ডল' ('রাগিনী এমএমএস'), গালিঁয়া (এক ভিলেন), কলার টিউন ('হামসকলস')-এর মত গানগুলি।