Entertainment News - প্লাস্টিক সার্জারির পক্ষপাতী নন হ্যালি বেরি, তবে...



হ্যালি বেরি বেশ কয়েকবার বলেছেন তিনি প্রাকৃতিক নিয়ম মেনেই চলতে চান। বয়স যেমন করে প্রকাশ পায় তাতে তার ভীতি নেই। আর সেজন্য এই বয়সে এসেও তিনি কোন কৃত্রিমতার আশ্রয় নেননি। তিনি সম্প্রতি জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি করাতে চান না তিনি তবে নিজে নিজের মধ্যে মাঝেমধ্যে এই পদ্ধতি গ্রহণের তাগিদ অনুভব করেন। ইয়াহুজ বউটির এডিটর-ইন-চিফ ববি ব্রাউনকে মনস্টার বলচলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার লাভকারী হ্যালি বলেন, তিনি যখন তার আশপাশের সবাইকে এই কাজটি করাতে দেখেন তখন নিজেকে প্রশ্ন করেন, এই পেশায় থাকার জন্য কসমেটিক সার্জারির সাহায্য নেয়াটা জরুরি কি নয়। ৪৮ বছর বয়সী অভিনেত্রীটি আরও বলেছেন, এমন ভাব যখনই তার মনে আসে তখন তিনি নিজেকে মনে করিয়ে দেন, স্বাভাবিকভাবে যা সুন্দর তাই আসলে সৌন্দর্য এবং প্রাকৃতিকভাবে যেমন বয়স বাড়ে তাই মেনে নেয়া উচিত। তিনি জেইন ফন্ডার উদাহরণ দিয়ে বলেন তিনি বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে সুন্দরী। তিনি নিজের মতই থাকতে চান তা যদি তার বুড়ো সংস্করণ হয় তাও।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts