World News - বিশ্ব সংবাদ অলৌকিক!

»বিশ্ব সংবাদ
অলৌকিক!
ইত্তেফাক ডেস্ক১৮ ফেব্রুয়ারী, ২০১৫ ইং ০১:০৭ মিঃ
অলৌকিক!
ভারতে ট্রেনের টয়লেটে জন্ম নেয়া এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। ট্রেনের টয়লেটে জন্ম নেয়ার পর শিশুটি রেল ট্র্যাকের ওপর পড়ে গিয়েও বেঁচে যায়। পুলিশ জানায়, ভারতের রাজস্থানের পশ্চিমাঞ্চলে ট্রেনের ক্ষুদ্র টয়লেটে প্রাকৃতিক কাজ সারতে গেলে শিশুটির জন্ম দেন তার ২২ বছর বয়সী মা। এরপর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ সময় ট্রেনটি একটি স্টেশনে সংক্ষিপ্ত সময়ের জন্য থেমেছিল।
রেল পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুভাষ বিষ্ণোই জানান, ‘তীব্র প্রসব বেদনা হলে ওই নারী টয়লেটে যান, সেখানে তার একটি সন্তান প্রসব হয় এবং দুর্ভাগ্যজনকভাবে শিশুটি ট্রেনের টয়লেটের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায়।’ এক স্থানীয় গার্ড নবজাত শিশুটিকে কাঁদতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে সেখান থেকে তুলে নিয়ে কাছের এক হাসপাতালে ভর্তি করে। পুলিশের আরেক কর্মকর্তা জানান, শিশুটির পিতা-মাতা তাকে জীবিত ও সুস্থ অবস্থায় পেয়ে খুব আনন্দিত
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts