সাধারণত অভিনেতারা নিজেদের ওজন নিয়ে অত্যন্ত
সচেতন হন। দিনের বড় একটি সময় জিমেই
কাটিয়ে দেন সুন্দর
শরীর পাওয়ার জন্য। কিন্তু মনে হচ্ছে এর উল্টো পথেই হেঁটেছেন গণেশ আচার্য। তার আগামী ছবি 'হে ব্রো'-তে অভিনয়ের জন্য চরিত্রের প্রয়োজনে ৩০-৪০ কেজি ওজন বাড়িয়েছে।
অবিশ্বাস্যভাবে এখন গণেশের ওজন ২০০
কেজি।
তার নিজের কথায়, 'আমার ওজন ছিল ১৬০ কেজি। আমি আরও ৩০-৪০ কেজি ওজন বাড়িয়েছি এই ছবির জন্য।
চিত্রনাট্যের প্রয়োজনেই আমি এটা করেছি।'
এমনকি ২০০ কেজির
শরীর নিয়েই মারপিটের দৃশ্যেও অভিনয় করেছেন বলে তিনি জানিয়েছেন।
'হে ব্রো' ছবির গল্প দুই ভাই গোপী ও শিবকে নিয়ে। ছবির পরিচালনা করেছেন অজয় চান্দোক। গণেশ আচার্যর পাশাপাশি ওই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনিন্দর এবং নুপূর শর্মা।
'হে ব্রো' ছবির গল্প দুই ভাই গোপী ও শিবকে নিয়ে। ছবির পরিচালনা করেছেন অজয় চান্দোক। গণেশ আচার্যর পাশাপাশি ওই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনিন্দর এবং নুপূর শর্মা।
ছবিটির একটি গানে
অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো অভিনেতাদের দেখা যাবে। এই ছবির প্রযোজনা করছেন গণেশের স্ত্রী
বিধি।