National News - ৪ হাজার কেজি জাটকা উদ্ধার


নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন বুধবার ভোরে ঢাকাগামী চারটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে। এর মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, তাদের টিম লিডার এম খলিলুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল মেঘনা নদীতে নিয়মিত টহলদানকালে এম ভি মর্নিং সান, এম ভি গাজী-৪, এম ভি পূবালী-১ ও এম ভি প্রিন্স অব বরিশালনামের চারটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় আনুমানিক ৪ হাজার ৮০ কেজি অবৈধ জাটকা আটক করে। এসব জাটকা পরবর্তীতে বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
৪ হাজার কেজি জাটকা উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন বুধবার ভোরে ঢাকাগামী চারটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি জাটকা মাছ উদ্ধার করেছে। এর মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, তাদের টিম লিডার এম খলিলুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল মেঘনা নদীতে নিয়মিত টহলদানকালে ‘এম ভি মর্নিং সান, এম ভি গাজী-৪, এম ভি পূবালী-১ ও এম ভি প্রিন্স অব বরিশাল’ নামের চারটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় আনুমানিক ৪ হাজার ৮০ কেজি অবৈধ জাটকা আটক করে। এসব জাটকা পরবর্তীতে বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
- See more at: http://www.dailyinqilab.com/2015/02/18/241077.php#sthash.gorHUHwC.dpuf
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts