ইনস্যুরেন্সের অর্থ আত্মসাতের জন্য অস্ট্রেলিয়ার একটি গোরস্তানের
ম্যানেজার ৭৭ বার প্রতারণা করে অবেশেষে সাজা পেলেন। রবিন জর্জ নাইট নামের
ওই ম্যানেজার ৭৭ জনকে মিথ্যা দাফন করে তাদের ইনস্যুরেন্স কোম্পানির নিকট
থেকে অর্থ উত্তোলন করেছেন। এভাবে তিনি কামাই করেছেন সাড়ে পাঁচ লাখ ডলার
(প্রায় সাড়ে চার কোটি টাকা)। এই ৭৭ বার দাফনের ক্ষেত্রে তিনি কেবল কফিন
সমাধি করেছেন। তার মধ্যে কোনো মরদেহ ছিল না। ওই ম্যানেজার ও তার সহযোগীরা
এই অর্থ ভাগ বাটোয়ারা করে নিয়েছেন।
পরে যখন ঘটনা জানাজানি হয় তখন
পুলিশ রবিনকে গ্রেফতার করে প্রতারণার মামলা দায়ের করে। সোমবার এই মামলার
রায় বের হয়েছে। রবিন আদালতে নিজের দোষ স্বীকার করে যাদের মিথ্যা দাফন
করেছেন তাদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। বিচারক এরপর রবিনকে ৩ বছরের
কারাদন্ড দেয়।