Entertainment News - আবার ইয়ো ইয়ো হানি সিং





আবার ইয়ো ইয়ো হানি সিং

বেশ কিছু দিন বিরতি দেয়ার পর ফিরে আসছেন লুঙ্গি ডান্স খ্যাত ইয়ো ইয়ো হানি সিং। 'দিল্লিওয়ালি জালিম গার্লফ্রেন্ড' ছবিতে থাকছে হানি সিং এর 'বার্থ ডে' শিরোনামের একটি গান। আগামী ২০ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার ছবিটির একটি টেলার প্রকাশ করা হয়েছে। আর তা দেখেই ধারণা করা হচ্ছে হানি সিং এর আগের গানগুলোর মত এবারো তিনি দর্শক মাত করবে 'বার্থ ডে' দিয়ে।
কমেডি ধাঁচের ছবিটির গল্প আবর্তিত হবে গুরগাঁও ও হরিয়ানার মাদক চোরাচালান নিয়ে। মূল ভূমিকায় জ্যাকি শ্রফ ছাড়াও দিভেন্দু শর্মা, ইরা ডুবেই, প্রাচি মিশ্রকে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts