Entertainment News - মিউজিক রিয়েলিটি শো উপস্থাপনায় ক্রুশনা অভিষেক



ক্রুশনা অভিষেক কিলার কারাওকেনামে একটি মিউজিক রিয়েলিটি শো উপস্থাপনা করতে যাচ্ছেন। ক্রুশনা এ পর্যন্ত নাচ বালিয়েআর ঝলক দিখলা যাতে নেচেছেন, ‘কমেডি সার্কাসএ স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসবে অংশ নিয়েছেন এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি কারেগাশোটির পঞ্চম মৌসুম উপস্থাপনা করেছেন। তবে এর আগে কখনও গানের রিয়েলিটি শো উপস্থাপনা করেননি। কেমন করবেন তিনি? জানা গেছে, এটি অন্য যে কোনও মিউজিক রিয়েলিটি শোয়ের মতো নয়। এতে অংশগ্রহণকারীরা দুই মিনিট গান গাইবে আর ক্রুশনা তাদের বিভিন্ন কায়দায় গাইতে বাধা দেবেন, হতে পারে বাথটাবে ধাক্কা দিয়ে পেরে দিয়ে বা সত্যিকারের সাপ ছুড়ে দিয়ে। ক্রুশনা বলেন, “আমাদের দেশে মিউজিক রিয়েলিটি শো সবসময়ই জনপ্রিয়, কিন্তু আমরা এর সঙ্গে কখনও হাস্যরস বা কমেডি যোগ করিনি। আমি নিশ্চিত যে দর্শকরা এই অনুষ্ঠান পছন্দ করবে
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts