Wow world hunger day but, Sunny Lion!! - ১০০ লিটার দুধে স্নান করে সর্দি-কাশিতে ভুগছেন সানি লিওন

 ১০০ লিটার দুধে স্নান করে সর্দি-কাশিতে ভুগছেন সানি লিওন


এক, আধ লিটার নয় একেবারে একশো লিটার দুধ গায়ে ঢালা হয়েছে তার। আর তাতেই সর্দি লেগে গলা ধরে গিয়েছে সানি লিওনের। 'এক পেহেলি লীলা' সিনেমায় সানি লিওনের এই দুধস্নানের সাইডএফেক্ট হয়ে দেখা দিল সর্দি-কাশি, গলা ধরা আর অ্যালার্জি। তবে তাতে বিন্দুমাত্র অসন্তুষ্ট নন সানি। বরং ইউটিউবে এই ভিডিও দারুণ জনপ্রিয় ও রেকর্ড পরিমাণ হিট পড়ার আনন্দে মেতেছেন এই পর্নস্টার।
এই সিনেমায় সানি লিওনকে দেখা যাবে তিন রূপে। এক সময় দেবীর রূপে পর্দায় আসবেন তিনি। পরিচালক ববি খান সেই দেবীকেই স্নান করালেন দুধসাগরে। ভারতের রাজস্থানে কনকনে শীতে চলছিল এ শুটিং। আর এ কনকনে ঠান্ডার এক পর্যায়ে সানিকে দুধ স্নান করানো সমস্যা হয়ে পড়ছিল। পরে পরিচালক গরম জলে দুধে মিশিয়ে শুটিংয়ের কাজ শেষ করে। কিন্তু সানির অ্যালার্জি সমস্যা থাকায় কয়েকটা শটের পরেই সানি সে সমস্যায় পড়লেন। তবে সানি সব সমস্যার কথা ভুলে গিয়ে শুটিং চালিয়ে যান। পরিচালকও নিজের পছন্দমতো ফ্রেমবন্দি করতে পারেন সানির দুধ স্নানের দৃশ্য।
'এক পেহেলি লীলা' সিনেমায় সানিকে দেখা যাবে একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার আইটেম সংয়ে কোমর দোলাতে। ভূষণ কুমার পরিচালিত 'এক পহেলি লীলা' মুক্তি পাচ্ছে ২০১৫ -তেই।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts