Lifer dedicatation to establish human rights - ২৬ বছর বয়সী কায়লা মুয়েলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

  জিম্মি কায়লার মৃত্যুর খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
 
 
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে জিম্মি মার্কিন ত্রাণকর্মী কায়লা মুয়েলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কায়লাই ছিলেন সিরিয়ায় আইএস জঙ্গিদের হাতে জিম্মি থাকা শেষ মার্কিন নাগরিক।
এর আগে আইএস জানিয়েছিল, জর্ডানের চালানো বিমান হামলায় কায়লা মারা যান। তবে পেন্টাগন বলছে, বিমান হামলায় নয় বরং জঙ্গিরাই তাকে খুন করেছে। তবে ঠিক কিভাবে কায়লার মৃত্যু হয়েছে সে বিষয়ে পেন্টাগন কিছু বলতে পারেনি।
এদিকে, যুক্তরাষ্ট্র কায়লার মৃত্যুর খবরটি নিশ্চিতের পর তার পরিবার দুঃখ প্রকাশ করেছে। কায়লার পরিবার বলছে,  এই সংবাদ পেয়ে তারা খুবই মর্মাহত।
কায়লার মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কায়লা সিরিয়ায় আমেরিকার সর্বোচ্চ ভালো দিকটিই তুলে ধরতে চেষ্টা করেছেন।
প্রসঙ্গত, ২৬ বছর বয়সী কায়লা ২০১৩ সাল থেকে সিরিয়ার আলেপ্পোতে ত্রাণকর্মী হিসেবে কাজ করতেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts