একেবারে
ঘরোয়াভাবে প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন ভারতীয় গায়িকা
শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা
সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ
বন্ধু-বান্ধব।
রাতেই
এক টুইটার বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। সেখানে তিনি
বলেছেন, পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে আমার
ভালোবাসাকে বিয়ে করেছি। নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।
২০০২
সালে সঞ্জয়লীলা বানশালির 'দেবদাস' চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে
বলিউডে অভিষেক ঘটে শ্রেয়ার। এই চলচ্চিত্রে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছিলেন
তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।