Body language - আলিয়া ভাট বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে নিউ ইয়র্কে

 ‘শরীরী ভাষা’ শিখতে নিউ ইয়র্ক যাবেন আলিয়া
 
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট  নিউ ইয়র্কে একটি ‘বডি ল্যাঙ্গোয়েজ’ কোর্সে  ভর্তি হয়েছেন ৷ চরিত্রের গভীরে গিয়ে গল্পের বিভিন্ন মেরুর উপাখ্যান শরীরী ভঙ্গিমায় আরো ভালোভাবে  দর্শকদের উপলব্ধি করাতে আলিয়ার এ কোর্সে ভর্তি হওয়া।
ভারতীয় একটি গণমাধ্যম জানায়, এই মুহূর্তে  ‘সান্দার’ সিনেমার শুট্যিংয়ে ব্যস্ত আলিয়া৷ শুট্যিং শেষ হলেই পাড়ি জমাবেন নিউ ইয়র্কে। তবে নিছক ছুটি কাটাতে নয়৷ যথারীতি বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে অংশে নিতে৷ শরীরী ভঙ্গিমা চরিত্রকে কেমন করে  আলাদা করে দেয় তা রপ্ত করতেই এ কোর্সে ভর্তি হওয়া আলিয়ার।
অভিনয়ের ক্ষেত্রে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন আলিয়া। জিতে নিয়েছেন ফিল্মফেয়ারও৷ দেখা যাক এই কোর্স আলিয়াকে নতুনভাবে চরিত্রের গভীরতায় যেতে কতটা মনোযোগী করে তুলতে পারে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts