ফিতুর’ সিনেমায় ধারণকৃত ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুরের ঘনিষ্ঠ
চুম্বনের একটি দৃশ্যের ছবি জনসম্মুখে ফাঁস হয়ে গেল। সিনেমাটির মুখ্য
চরিত্রে রয়েছেন আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ।
ভারতীয় একটি
গণমাধ্যমের খবরে জানা গেছে, শ্রীনগরে কড়া নিরাপত্তার মাঝে ‘ফিতুর’র
সিনেমার শ্যুটিং চলছিল। লাল চুলের ক্যাটরিনাকে বেশ সুন্দর দেখাচ্ছিল।
শ্যুটিংয়ের প্রয়োজনে ডাল লেকের ওপর সেট তৈরি করা হয়। সেখানেই গত ৩০
জানুয়ারি ওই চুম্বনের দৃশ্যের শ্যুটিং হয়।
এদিকে এ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় ক্যাটরিনা বেশ চটেছেন।
সিনেমাটি ২০১৫ সালের ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে।