Virgin Proved why only for Women - সতীত্ব প্রমাণে ইরানী মেয়েদের অস্ত্রোপচার

 
 
ইরানে বিয়ের আগ পর্যন্ত একজন মহিলার জন্য সতীত্বের মূল্য অপরিসীম। রক্ষণশীল এই মুসলিম দেশে সতীত্বের সামাজিক এবং ধার্মিক গুরুত্ব অনেক।
অনেক সময় কনেপক্ষকে মেয়ের সতীত্বের সনদ বরপক্ষের হাতে তুলে দিতে হয়। আগে কখনো সে যৌন সম্পর্ক করেনি বিয়ের রাতে তা প্রমাণের জন্য তাই প্রয়োজনে অনেক মেয়ে অস্ত্রোপচারের দ্বারস্থ হয়। বিয়ের আগে যৌণ সম্পর্ক ইরানের সমাজে এবং আইনে গর্হিত অপরাধ।
তরুণী মাহনাজ হোসেন ২১ বছর বয়সে ইরানের উত্তরাঞ্চলে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তিনি বলেন, "দুর্ঘটনায় আমার নিতম্বের হাড় ভেঙ্গে গিয়েছিলো। হাসপাতালে আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। কিন্তু আমার মা ডাক্তারকে বলছিলেন দুর্ঘটনার কারণে আমার সতীত্ব ঠিক আছে কিনা তা পরীক্ষা করে করতে।"

মায়ের অনুরোধে পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়া হয় দুর্ঘটনায় মাহনাজ 'সতীত্ব' হারিয়েছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts