Free offer for Valentine Day - প্রেম নিবেদনের শ্রেষ্ঠ দিন হিসেবে "ভ্যালেন্টাইন ডে'কেই বেছে নিয়েছেন মহিলারা

 ভ্যালেন্টাইন ডে'তে প্রেম নিবেদনে এগিয়ে মেয়েরাই


লন্ডনের একটি সমীক্ষার এক তথ্যে জানা গেল, ব্রিটিশরা প্রেম নিবেদনের শ্রেষ্ঠ দিন হিসেবে "ভ্যালেন্টাইন ডে'কেই বেছে নিয়েছেন।
প্রতি দশজন মহিলার মধ্যে ছয় জন ১৪ ফেব্রুয়ারিকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন। পুরুষদের মধ্যে সংখ্যাটা প্রতি দশজনে চারজন। মহিলারা মনে করছেন এই দিনে রোম্যান্টিক পরিবেশ আর আহার করতে করতে প্রেম নিবেদন সব থেকে রোমাঞ্চকর। পুরুষদের মধ্যে বেশির ভাগ মনে করছেন এই দিনে বিবাহের প্রস্তাবে সবচেয়ে বেশি সারা মেলে। 
প্রতিদিনের মেলামেশা, ছুটি কাটানোর পরিসরকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন ব্রিটিশরা। প্রেম নিবেদনের ক্ষেত্রে অফিসকে এরিয়ে চলেছেন সবাই। 
সমীক্ষায় বলা হয়, প্রতিটি প্রেম যুগল নিজেরা নিজেদের পরিণয়ের জন্য আলদা আলাদা ভাবে ভাবেন। এক হাজার নমুনা পত্র সমীক্ষায় একটি নতুন ট্রেন্ড খুঁজে পেয়েছেন তারা। অধিকাংশ ক্ষেত্রে মহিলারাই প্রেম নিবেদনের জন্য এগিয়ে। ইদানীংকালে এই ট্রেন্ড বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts