Book Fair now outdoor from Banladesh- কানাডার মন্ট্রিয়লে একুশের

মন্ট্রিয়লে একুশের বইমেলা
 

কানাডার মন্ট্রিয়লে একুশের বইমেলার ব্যাপক প্রস্তুতি চলছে। এবার প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক।  জ্যা-তালনস্থ পার্কভিউ রিসেপশন হলে আয়োজিত এই বইমেলায় আরো থাকবেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু, আবৃত্তিকার আহকাম উল্লাহ এবং বিলকিস রহমান।
এছাড়াও অংশ নিবেন অটোয়া, টরন্টো, মন্ট্রিয়ল ও নিউইয়র্কের লেখক-শিল্পী-সাহিত্যিক।
উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রথম বইমেলা শুরু হয়। আর তারই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts