‘আশিকি-২’
চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। এরপর
থেকেই শোনা যাচ্ছিল, তারা দুইজন প্রেম করছেন। এখন শোনা যাচ্ছে, তাদের
সম্পর্কের মধ্যে নাকি ভাঙন ধরেছে।
নিজেদের
প্রেম সম্পর্কে কখনোই স্বীকারোক্তি দেননি আদিত্য-শ্রদ্ধা। তবে বেশ কয়েকবার
একসঙ্গে দেখা গেছে তাদের। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল
বলিউড পাড়ায়। তবে এখন নাকি তাদের সম্পর্কে টানা পোড়েন চলছে। এমনকি দুইজনই
সম্পর্কের ইতি প্রায় টেনে ফেলেছেন বলে শোনা যাচ্ছে।
ওয়ান
ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কারণে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায়
কাপুরের সম্পর্ক ভাল যাচ্ছে না। আর এখন তারা নিজেরা আলাদা হয়ে যাচ্ছেন।
কিছুদিন আগে হয়ে যাওয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আদিত্যকে ছাড়াই
হাজির হয়েছিলেন শ্রদ্ধা। এরপর থেকেই এই ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও
এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আদিত্য
রায় এখন ‘ফিতুর’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। সেখানে তার সঙ্গে কাজ করছেন
ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, শ্রদ্ধা ব্যস্ত বরুণ ধাওয়ানের বিপরীতে ‘এবিসিডি
২’ চলচ্চিত্র নিয়ে।